বরাবরের মতো চমক নিয়ে হাজির হলেন বলিউড বাদশাহ শাহরুখ খান। তার নতুন সিনেমা জাওয়ানের টিজারে ভিন্ন লুকে দেখা মিলল তার।
অ্যাটলি কুমার পরিচালিত জাওয়ান সিনেমাটির নাম ভূমিকায় অভিনয় করছেন শাহরুখ।
সিনেমার টিজার এবং শাহরুখের লুক দেখে সহজেই বোঝা গেছে সিনেমাটি হবে অ্যাকশননির্ভর। সিনেমার প্রযোজক শাহরুখপত্নী গৌরী খান। সিনেমার নাম প্রকাশের টিজার প্রকাশ পেয়েছে শাহরুখের প্রযোজনা প্রতিষ্ঠান রেড চিলিজ থেকে।
টিজারের বিবরণে জানানো হয়েছে- জাওয়ান হবে অ্যাকশন সিনেমা। হিন্দি, তামিল, তেলেগু, মালায়ালম এবং কন্নড় ভাষায় সিনেমাটি মুক্তি পাবে ২০২৩ সালের ২ জুন।
ভারতীয় সংবাদমাধ্যমে বলা হয়- জাওয়ান নিয়ে উত্তেজনা তুঙ্গে। অ্যাকশন সিনেমার পরিচালক হিসেবে অ্যাটলি বিখ্যাত একটি নাম।