হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহির্গমন টার্মিনালে প্রবাসীদের জন্য আরেকটি লাউঞ্জ উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) রাত ৯টার কিছু আগে এ লাউঞ্জ উদ্বোধন করেন তিনি। এই লাউঞ্জ প্রবাসীদের কষ্ট লাঘবে কাজে দেবে বলে জানান ড. ইউনূস।
এর আগে, রাত ৮টার কিছু আগে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান প্রধান উপদেষ্টা। কপ-২৯ জলবায়ু সম্মেলনে যোগদান শেষে দুপুরে ঢাকার উদ্দেশে বাকু ছাড়েন তিনি।
গত ১১ নভেম্বর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিবাসী শ্রমিকদের জন্য একটি বিশেষ লাউঞ্জ উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার করা হলো আরেকটি লাউঞ্জের উদ্বোধন।