1. imran.vusc@gmail.com : প্রিয়আলো ডেস্ক : প্রিয়আলো ডেস্ক
  2. m.editor.priyoalo@gmail.com : Farhadul Islam : Farhadul Islam
  3. priyoalo@gmail.com : প্রিয়আলো ডেস্ক :
  4. imran.vus@gmail.com : Sabana Akter : Sabana Akter

শপথ নিলেন ড. ইউনূসসহ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০২৪
  • ৮৯
Oath 2408081533

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূস এবং অন্য উপদেষ্টারা শপথ নিয়েছেন।

বৃহস্পতিবার (৮ আগস্ট) রাত ৯টা ২২ মিনিটে শপথ নেন ড. মুহাম্মদ ইউনূস এবং ৯টা ২৮ মিনিটে শপথ অন্য উপদেষ্টারা।

এর আগে মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে, প্রধান উপদেষ্টাসহ মোট ১৭ জন সদস্য থাকছেন অন্তর্বর্তীকালীন সরকারে। তবে, আজ শপথ নেন মোট ১৪ জন। শপথ অনুষ্ঠান সঞ্চালনা করেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা শান্তিতে নোবেল পুরস্কারজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস।

অন্য উপদেষ্টারা হলেন—

সালেহ উদ্দিন আহমেদ, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আসিফ নজরুল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক আদিলুর রহমান খান, মানবাধিকার সংগঠন অধিকারের সম্পাদক এ এফ হাসান আরিফ, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও সাবেক অ্যাটর্নি জেনারেল তৌহিদ হোসেন, সাবেক পররাষ্ট্র সচিব
সৈয়দা রিজওয়ানা হাসান, বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতির (বেলা) প্রধান নির্বাহী ও সুপ্রিম কোর্টের আইনজীবী মো. নাহিদ ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন, নিরাপত্তা বিশ্লেষক সুপ্রদীপ চাকমা, সাবেক রাষ্ট্রদূত ফরিদা আখতার, সরকারি সংস্থা উবিনীগের (উন্নয়ন বিকল্পের নীতি নির্ধারণী গবেষণা) নির্বাহী পরিচালক
অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায়, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সাবেক পরিচালক আ ফ ম খালিদ হাসান, হেফাজতে ইসলাম বাংলাদেশের সাবেক নায়েবে আমির নুরজাহান বেগম, গ্রামীণ ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক
শারমিন মুরশিদ, ব্রতী’র প্রধান নির্বাহী কর্মকর্তাফারুক-ই-আজম

উল্লেখ্য, উপদেষ্টা সুপ্রদিপ চাকমা, বিধান রঞ্জন রায় এবং ফারুক-ই-আজম ঢাকার বাইরে থাকায় শপথ নিতে পারেননি।

এ জাতীয় আরো খবর
© All rights reserved priyoalo.com © 2023.
Site Customized By NewsTech.Com
x