আগামীকাল শনিবার কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিন প্রধানমন্ত্রী রেললাইন ও মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দরসহ প্রায় ৮৮ হাজার কোটি টাকার ১৯টি প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।
এরমধ্যে রেলসহ ১৫টি প্রকল্পের উদ্বোধন ও ৪টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি।
এসব প্রকল্প উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপনের পাশাপাশি ট্রেনে চড়ে রামু পর্যন্ত রেললাইন পরিদর্শন, কক্সবাজার আইকনিক রেলস্টেশনে সুধী সমাবেশ, ও মহেশখালীর মাতারবাড়িতে জনসভায় ভাষণ দেবেন সরকারপ্রধান।