1. imran.vusc@gmail.com : প্রিয়আলো ডেস্ক : প্রিয়আলো ডেস্ক
  2. m.editor.priyoalo@gmail.com : Farhadul Islam : Farhadul Islam
  3. priyoalo@gmail.com : প্রিয়আলো ডেস্ক :
  4. imran.vus@gmail.com : Sabana Akter : Sabana Akter

শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ফিলিপাইন

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০২৪
  • ২০০
Philipine

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ফিলিপাইন। বৃহস্পতিবার (১১ জুলাই) দেশটির মিন্দানাও দ্বীপে আঘাত হানা এই ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৬ দশমিক ৭। খবর, রয়টার্সের।

প্রতিবেদনে বলা হয়, দেশটির মিন্দানাওতে ৬.৭ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে বলে জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড) জানিয়েছে। সংস্থাটি বলছে, ভূপৃষ্ঠ থেকে ভূমিকম্পের গভীরতা ছিল ৬৩০ কিলোমিটার বা ৩৯১.৪৬ মাইল। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। দেশটির সিসমোলজি এজেন্সি এক বিজ্ঞপ্তিতে বলেছে, ভূমিকম্পে ক্ষয়ক্ষতি হবে বলে আশা করা হচ্ছে না। তবে আফটারশক হতে পারে।

উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারিতেও দেশটিতে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে, যা রিখটার স্কেলে বৃহস্পতিবারের সমান মাত্রা দেখিয়েছিলো। আজ সকালে প্রথম দফার ভূমিকম্পের পর দেশটির উপকূলীয় এলাকায় সুনামি সতর্কতা জারি করা হয়। পরবর্তীতে সেটি বাতিল করে বাসিন্দাদের নিজ বাড়িতে ফেরার অনুমতি দেয়া হয়।

এ জাতীয় আরো খবর
© All rights reserved priyoalo.com © 2025.
Site Customized By NewsTech.Com