লা লিগার ম্যাচে জয় পেয়েছে বার্সেলোনা। আলমেরিয়াকে ২-০ গোলে হারিয়েছে জাভি হার্নান্দেজের দল। এতে লিগ টেবিলের দ্বিতীয় স্থান সংহত করলো কাতালানরা।
আলমেরিয়ার মাঠে অনুষ্ঠিত ম্যাচে চমক দেখাতে পারেনি টেবিলের তলানিতে থাকা দলটি। শুরুতে লিড পায় বার্সা। ১৪ মিনিটে দারুণ হেডারে বার্সেলোনাকে এগিয়ে দেন ফেরমিন লোপেজ। ম্যাচে ফেরার বেশ কিছু সুযোগ পায় আলমেরিয়া। কিন্তু ফিনিশিং ব্যর্থতায় গোল পায়নি দলটি। ৪২ মিনিটে ব্যাপতিস্তার শট ফিরে আসে বারপোস্টে লেগে।
দ্বিতীয়ার্ধে ৪৭ মিনিটে গোলরক্ষককে একা পেয়েও গোল করতে পারেনি দলটি। তবে ভুল করেননি ফেরমিন লোপেজ। ৬৭ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে বার্সেলোনার জয় নিশ্চিত করেন লা মাসিয়া থেকে উঠে আসা এই তরুণ।
এই জয়ে ৩৬ ম্যাচে ৭৯ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দুই নম্বরে বার্সেলোনা। সমান ম্যাচে ৭৫ পয়েন্ট নিয়ে তিনে আছে জিরোনা। ইতোমধ্যেই লিগ শিরোপা জেতা রিয়ালের পয়েন্ট ৯৩।