পার্লামেন্টে দ্বিতীয় পর্যায়ে ভোট শেষে লেবাননের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন দেশটির সেনাপধান জোসেফ আউন। এর মধ্যে দিয়ে ২০২২ সালের অক্টোবর থেকে প্রেসিডেন্ট বিহীন দেশ পরিচালনার ইতি ঘটল। খবর আল জাজিরার।
লেবাননের নতুন নেতা নির্বাচিত হওয়ার জন্য আউনের একক সংখ্যাগরিষ্ঠতা পেতে ৬৫টি ভোটের প্রয়োজন ছিল। বৃহস্পতিবার বিকালের মধ্যেই তিনি তা পেয়ে যান। সেনাপ্রধানকে প্রেসিডেন্ট নির্বাচিত করতে পেরে উল্লাসে ফেটে পড়েন পার্লামেন্ট সদস্যরা।
এক প্রতিবেদনে সিএনএন জানিয়েছে, ওয়াশিংটন ও রিয়াদের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে জোসেফ আউনের। নির্বাচনেও তার পক্ষে সমর্থন আদায়ের জন্য সৌদি আরব ও যুক্তরাষ্ট্র জোরালো প্রচেষ্টা চালিয়েছে। লেবাননের নবনির্বাচিত প্রেসিডেন্ট সাধারণত একজন ম্যারোনাইট খ্রিস্টান।
প্রেসিডেন্ট হিসেবে নাম ঘোষিত হওয়ার পর আউন কার্যকরভাবে তার সামরিক দায়িত্ব থেকে সরে দাঁড়ান। বেসামরিক পোশাক পরে প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে পার্লামেন্টে যান।
যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গত নভেম্বরে হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে যুদ্ধের অবসান ঘটিয়ে একটি চুক্তিও দীর্ঘ প্রতীক্ষিত প্রেসিডেন্ট নির্বাচনকে ত্বরান্বিত করেছে বলে মনে করা হচ্ছে।