লা লিগায় বার্সার বড় হারের দিনে জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। ঘরের মাঠে গ্যালাক্টিকোদের কাছে লাস পালমাস হেরেছে ২-১ গোলে। পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত জয় নিশ্চিত করে লিগ টপাররা। রোববার (২৮ জানুয়ারি) সংবাদ মাধ্যম মার্কা এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, আক্রমণ-পাল্টা আক্রমণের খেলায় রিয়াল মাদ্রিদকে সুযোগ দিচ্ছিল না লাস পালমাস। জমাট রক্ষণে আক্রমণ ব্যর্থ হতে থাকে গ্যালাক্টিকোদের। প্রথমার্ধ গোলশুন্য থাকার পর ৫৩ মিনিটে স্বাগতিক দর্শকদের আনন্দে ভাসান জাভি মুনোজ। স্যান্ড্রো রামিয়েজের অ্যাসিস্ট থেকে পালমাসকে ১-০ গোলের লিড এনে দেন এই স্প্যানিয়ার্ড।
১৩ মিনিট পর, রিয়াল মাদ্রিদকে সমতায় ফেরান ভিনিসিউস জুনিয়র। কামাভিঙ্গার কাছ থেকে ডি-বক্সের ভেতর বল পেয়ে যান এই স্ট্রাইকার। নিখুঁত ফিনিশিংয়ে রিয়ালকে সমতায় ফেরান তিনি। আর ৮৪ মিনিটে চুয়ামেনির গোলে ২-১ ব্যবধানের জয় নিশ্চিত হয় রিয়াল মাদ্রিদের।