1. imran.vusc@gmail.com : প্রিয়আলো ডেস্ক : প্রিয়আলো ডেস্ক
  2. m.editor.priyoalo@gmail.com : Farhadul Islam : Farhadul Islam
  3. priyoalo@gmail.com : প্রিয়আলো ডেস্ক :
  4. imran.vus@gmail.com : Sabana Akter : Sabana Akter
শিরোনাম
শত পার্থক্য থাকলেও আমরা পরস্পরের শত্রু নই: ধর্মীয় নেতাদেরকে প্রধান উপদেষ্টা চেন্নাইয়ে বাংলাদেশ বিরোধী বিক্ষোভ, নারীসহ গ্রেফতার ৫০০ জাতীয় কবির রাষ্ট্রীয় স্বীকৃতি পাচ্ছেন কাজী নজরুল, নিউজিল্যান্ডে হবে হাইকমিশন ডুবে যাওয়া ভারতীয় কার্গো জাহাজের ১২ জন ক্রু’কে উদ্ধার করলো পাকিস্তানের নৌ বাহিনী আরও এক মামলায় গ্রেফতার দেখানো হলো শাহজাহান ওমরকে দেশের সার্বভৌমত্ব ইস্যুতে কাদের ‘নীরব’ বলে ইঙ্গিত করলেন আসিফ নজরুল? রাষ্ট্রপতির সাথে হাইকোর্টের নতুন বিচারপতিদের সাক্ষাৎ ইসির নতুন সচিব আখতার আহমেদ দলের স্বার্থে ওপেনিং পজিশন ছাড়লেন রোহিত শেখ হাসিনাকে ফেরত আনতে আদালত এখনো চিঠি দেয়নি: পররাষ্ট্র মন্ত্রণালয়

র‍্যাবের অভিযানে রাজধানীতে যুবলীগ নেতা গ্রেফতার

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪
  • ৪৪
Netrokona 1 1024x576

নেত্রকোণার কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক তাজুল ইসলামকে (৫০) রাজধানী থেকে গ্রেফতার করেছে র‍্যাব। স্থানীয় এক ছাত্রদল নেতার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাটের মামলার এজহারভুক্ত আসামি তিনি।

আজ বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকালে ময়মনসিংহ র‍্যাব -১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মো. আব্দুল হাই চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

এরআগে বুধবার রাত ৯টার দিকে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তাজুল ইসলাম জেলার কেন্দুয়া উপজেলার কাউরাট গ্রামের মৃত কবির উদ্দিনের ছেলে। তিনি কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।

র‍্যাব, মামলার অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত ২৮ জুলাই কেন্দুয়া থানা গেট সংলগ্ন ‘তানজিম শপিং পয়েন্ট এন্ড গিফট কর্নার’ নামে একটি ব্যবসা প্রতিষ্ঠানে আওয়ামী লীগ নেতা তাজুল ইসলামের নেতৃত্বে হামলা চালায় নেতাকর্মীরা। ছাত্রদল নেতার মালিকানাধীন ওই ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে ৩৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি করে আওয়ামী লীগ, ছাত্রলীগসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

এ ঘটনায় সরকার পতনের পর ২১ আগস্ট ব্যবসা প্রতিষ্ঠানের মালিক মো. মোবারক হোসেন বাদী হয়ে কেন্দুয়া থানায় দ্রুত বিচার আইনে মামলা দায়ের করেন। ওই মামলায় স্থানীয় সাবেক এমপি অসীম কুমার উকিল, তার স্ত্রী সাবেক এমপি অপু উকিল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র আসাদুল হক ভূঞা, যুগ্ন সাধারণ সম্পাদক তাজুল ইসলামসহ আওয়ামী লীগের ১৪৮ নেতাকর্মীর নাম উল্লেখসহ আরও ৩০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়।

সরকার পতনের পর আসামিরা গা ঢাকা দেয়। তবে র‍্যাব পলাতক আসামিদের ধরতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় গতকাল বুধবার রাতে রাজধানীর ধানমন্ডি ইবনে সিনা হাসপালাতাল এলাকায় তাজুল ইসলামের অবস্থান সনাক্ত করে র‍্যাব। পরে র‍্যাব- ১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের সদস্যরা ঢাকার র‍্যাব-২ এর সহায়তায় তাকে গ্রেফতার করে। বৃহস্পতিবার সকালে তাকে কেন্দুয়া থানায় হস্তান্তর করা হয়। মামলার অন্য পলাতক আাামিদের ধরতে অভিযান চলামান রয়েছে বলে জানান র‍্যাব কর্মকর্তা মো. আব্দুল হাই চৌধুরী।

কেন্দুয়া থানায় ওসির দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) ওমর কাইয়ুম বলেন, আইনি প্রক্রিয়া শেষে দুপুরে তাজুল ইসলামকে আদালতে পাঠানো হবে।

উল্লেখ্য, এই মামলার অপর আসামি কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র আসাদুল হক ভূঞাকে গত ৫ সেপ্টেম্বর রাতে রাজধানী থেকে গ্রেফতার করে র‍্যাব। আর এ মামলার প্রধান দুই আসামি অসীম কুমার উকিল ও তার স্ত্রী অপু উকিলকে কিছুদিন আগে কলকাতার একটি পার্কে দেখা যাওয়ার কথা গণমাধ্যমে জানানো হয়।

এ জাতীয় আরো খবর
© All rights reserved priyoalo.com © 2023.
Site Customized By NewsTech.Com
x