1. imran.vusc@gmail.com : প্রিয়আলো ডেস্ক : প্রিয়আলো ডেস্ক
  2. m.editor.priyoalo@gmail.com : Farhadul Islam : Farhadul Islam
  3. priyoalo@gmail.com : প্রিয়আলো ডেস্ক :
  4. imran.vus@gmail.com : Sabana Akter : Sabana Akter
রোনালদোর আল-নাসরের বিপক্ষে খেলবে পিএসজি - প্রিয় আলো

রোনালদোর আল-নাসরের বিপক্ষে খেলবে পিএসজি

  • আপডেট সময় শুক্রবার, ২ জুন, ২০২৩
  • ১২৭
Image 225924 1685706540

গত জানুয়ারিতে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে পাড়ি দেন ক্রিশ্চিয়ানো রোনালদো। এরপর রিয়াদ অল স্টারের জার্সিতে এক প্রীতি ম্যাচে দেশটিতে অভিষেক হয় তার। সে ম্যাচে মেসি-নেইমারদের পিএসজির বিপক্ষে মাঠে নেমেছিলেন পর্তুগিজ মহাতারকা। এবার ফরাসি লিগ ওয়ান চ্যাম্পিয়নদের বিপক্ষে লড়বে ‘সিআরসেভেন’র ক্লাব আল-নাসর।

শুক্রবার (২ জুন) আগামী গ্রীষ্মকালীন প্রীতি ম্যাচের সূচি প্রকাশ করেছে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। যেখানে জাপানে তিনটি প্রীতি ম্যাচে অংশ নেবে ফ্রান্সের রেকর্ড ১১ বারের লিগ ওয়ান চ্যাম্পিয়নরা। যার একটি খেলবে আল-নাসরের বিপক্ষে, যদিও সেই ম্যাচে থাকবেন না আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী মহাতারকা লিওনেল মেসি।

এরপর জাপানের জে লিগের ক্লাব সেরেজো ওসাকার বিপক্ষে লড়বে ফরাসি ক্লাবটি। আর শেষ ম্যাচে পিএসজি লড়বে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালিস্ট ইন্টার মিলানের বিপক্ষে। আগামী ১০ জুন ইউরোপ সেরার লড়াইয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন দল ম্যানচেস্টার সিটির মুখোমুখি হবে তারা।

সবকিছু ঠিক থাকলে জাপানের ওসাকায় আগামী ২৫ জুলাই আল-নাসরের মুখোমুখি হবে পিএসজি। সেই ম্যাচের তিন দিন পর জে লিগ ক্লাব সেরেজো ওসাকার বিপক্ষে খেলবে তারা। আর নিজেদের শেষ ম্যাচে ১ আগস্ট টোকিও জাতীয় স্টেডিয়ামে পিএসজি লড়বে ইন্টারের বিপক্ষে।

সূত্র: খালিজ টাইমস

এ জাতীয় আরো খবর
© All rights reserved priyoalo.com © 2023.
Site Customized By NewsTech.Com
x