বিশাল জয় পেয়েছে পর্তুগাল। ক্রিশ্চিয়ানো রোনালদোকে ছাড়াই লুক্সেমবার্গকে ৯-০ গোলে উড়িয়ে দিয়েছে পর্তুগিজরা। খবর রয়টার্সের।
১৮তম ও ৩৪তম মিনিটে পর্তুগালের হয়ে জোড়া গোল করেন স্ট্রাইকার গনসালো রামোস।
আর প্রথমার্ধের ইনজুরি সময়ে ইনাসিও নিজের দ্বিতীয় গোল করলে ৪-০ র লিড নিয়ে প্রথমার্ধ শেষ করে পর্তুগাল।
দ্বিতীয়ার্ধে গোল উৎসবে যোগ দেন ডিয়েগো জটা। ৫৭তম মিনিটে স্কোর শিটে নাম তোলেন এই লিভারপুল তারকা।
৬৭তম মিনিটে রিকার্ডো হোরতা আর ৭৭তম মিনিটে জটা করেন আরও এক গোল।
৮৩তম মিনিটে ব্রুনো ফার্নান্দেস আর ৮৮তম মিনিটে জাও ফেলিক্সও একটি করে গোল করলে ৯-০র বড় জয় পায় পর্তুগাল।