জি২০-র শীর্ষবৈঠকে আসা নেতাদের জন্য নৈশভোজ দিচ্ছেন রাষ্ট্রপতি মুর্মু। সেখানে থাকবেন শেখ হাসিনা এবং মমতা বন্দ্যোপাধ্যায়।
রোববার (১০ সেপ্টেম্বর) এই নৈশভোজ দিচ্ছেন রাষ্ট্রপতি। এই নৈশভোজে যোগ দিবেন বিদেশি অতিথিদের পাশাপাশি সব কেন্দ্রীয় মন্ত্রী, সচিব ও রাজ্যের মুখ্যমন্ত্রীরা। সেখানে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও উপস্থিত থাকবেন। থাকবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।
মমতা ছাড়াও নীতীশ কুমার, হেমন্ত সোরেন, স্ট্যালিন, কেজরিওয়াল, ভগবন্ত মান নৈশভোজে থাকবেন। তবে কোনো রাজনৈতিক দলের নেতাকে আমন্ত্রণ জানানো হয়নি। তাই কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেও আমন্ত্রণ পাননি। সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং ও দেবগৌড়াকে আমন্ত্রণ জানানো হয়েছে।