1. imran.vusc@gmail.com : প্রিয়আলো ডেস্ক : প্রিয়আলো ডেস্ক
  2. m.editor.priyoalo@gmail.com : Farhadul Islam : Farhadul Islam
  3. priyoalo@gmail.com : প্রিয়আলো ডেস্ক :
  4. imran.vus@gmail.com : Sabana Akter : Sabana Akter
শিরোনাম
ফ্যাসিবাদীদের পলায়নে সহায়তাকারীরা বিমানবন্দরে এখনো বহাল তবিয়তে টিসিবির ১ কোটি ফ্যামিলি কার্ডধারীর ৩৭ লাখই ভুয়া: বাণিজ্য উপদেষ্টা চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে উত্তেজনা ইরানের সুপ্রিম কোর্টে ২ বিচারপতিকে গুলি করে হত্যা নারী ফুটবলারকে ‘মোটা’ বলায় নিষিদ্ধ ফেডারেশনের সভাপতি উপদেষ্টাদের সংস্কারের অধিকার কে দিয়েছে— প্রশ্ন বিএনপি নেতা আসাদুজ্জামান রিপনের ওষুধের ওপর থেকে ভ্যাট কমাতে সুপারিশ করা হয়েছে: স্বাস্থ্য উপদেষ্টা অবিবেচকের মতো ভ্যাট হার বাড়ানো হয়েছে: ড. দেবপ্রিয় ৪০ মাজার-দরগাহে হামলা ভাঙচুর: গ্রেপ্তার ২৩ বিদায়ী সংবাদ সম্মেলনে ব্লিনকেনকে কড়া প্রশ্ন করে নাজেহাল দুই সাংবাদিক

রাজশাহীতে মদপানে ৪ জনের মৃত্যু, চিকিৎসাধীন চার

  • আপডেট সময় শুক্রবার, ১০ জানুয়ারী, ২০২৫
  • ৩৬
Image 308016 1736435429

রাজশাহীতে স্থানীয়ভাবে তৈরি মদপানে ৪ জনের প্রাণহানি হয়েছে। এ ঘটনায় আরও ৪ জন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় এ খবর পাওয়া গেছে। গত মঙ্গলবার দিবাগত রাতে তারা মদপান করেন।

মৃতরা হলেন, রাজশাহী মোহনপুর উপজেলার দুর্গাপুর গ্রামের মো. টোটন (৪০), একই গ্রামের মোন্তাজ আলী (৪০) ও করিশা গ্রামের মো. জুয়েল (৩৫) ও নওগাঁর মান্দা উপজেলার গণেশপুর গ্রামের আতোয়ার হোসেন (৩৫)।

আর আহতরা হলেন, উপজেলার দুর্গাপুর গ্রামের আকবর আলী (৪৩), শাহপাড়া গ্রামের মো. ফিরোজ (২৬), মোন্নাপাড়া গ্রামের মো. পিন্টু (২৫) ও খাঁ পাড়া গ্রামের মো. মোনায়েম (২৫)।

জানা গেছে, মোহনপুরের টোটন ও জুয়েল অ্যালকোহল বিক্রি করতেন। গত মঙ্গলবার দিবাগত রাতে ৮ জন স্থানীয়ভাবে অ্যালকোহল দিয়ে তৈরি মদ পান করেন। এরপর অসুস্থ হয়ে বুধবার সকাল থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত তিনজন রাজশাহীর মোহনপুর উপজেলায় মারা যান। তাদের মধ্যে টোটন ও জুয়েলকে পুলিশ খবর পাওয়ার আগেই তাদের মরদেহ স্বজনরা দাফন করে দেন। অন্য চারজনকে বুধবার দিবাগত রাত ১২টা ৮ মিনিটে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর কয়েক মিনিট পরই আতোয়ারের মৃত্যু হয়।

এবিষয়ে মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হাননান জানান, বৃহস্পতিবার মোন্তাজের মৃত্যুর খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। এরপর রাজশাহী মেডিকেল কলেজের মর্গে মরদেহের ময়নাতদন্ত করা হয়। পরে মরদেহ স্বজনদের হস্তান্তর করা হয়। এ ব্যাপারে মোন্তাজ আলীর ছেলে বাদী হয়ে থানায় একটি মামলা করেছেন। মামলায় অজ্ঞাত মাদক ব্যবসায়ীদের আসামি করা হয়েছে।

এ জাতীয় আরো খবর
© All rights reserved priyoalo.com © 2023.
Site Customized By NewsTech.Com
x