আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার প্রতিবাদে আগামী রবি ও সোমবার সারা দেশে হরতাল ডেকেছে বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে অংশগ্রহণকারী দল বাংলাদেশ লেবার পার্টি।
আজ বুধবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির ডাক দেয় দলটি।
কর্মসূচি ঘোষণা করে লেবার পার্টি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান বলেন, শেখ হাসিনার অধীনে নির্বাচন নিরপেক্ষ, অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ হওয়া সম্ভব নয়। তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে।