1. imran.vusc@gmail.com : প্রিয়আলো ডেস্ক : প্রিয়আলো ডেস্ক
  2. m.editor.priyoalo@gmail.com : Farhadul Islam : Farhadul Islam
  3. priyoalo@gmail.com : প্রিয়আলো ডেস্ক :
  4. imran.vus@gmail.com : Sabana Akter : Sabana Akter

রদ্রিগোর গোলে ব্রাজিলের স্বস্তির জয়

  • আপডেট সময় শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ৬৭
Brazil

স্পোর্টস ডেস্কঃ বিশ্বকাপ বাছাইয়ে অবশেষে জয়ের দেখা পেয়েছে ব্রাজিল। রদ্রিগোর একমাত্র গোলে একুয়েদরকে হারিয়েছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

ব্রাজিলের কুতো পেরেইরা স্টেডিয়ামে বাংলাদেশ সময় শনিবার সকালে একুয়েদরকে ১-০ গোলে হারায় সেলেসাওরা। ২০২৬ সালের লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে চার ম‍্যাচ পর জয় পেল দলটি।

গত জুলাইয়ে অনুষ্ঠিত কোপা আমেরিকার পর এটাই ছিল ব্রাজিলের প্রথম ম্যাচ। কোপায় কোয়ার্টার ফাইনালে টাইব্রেকারে উরুগুয়ের কাছে হেরে বাদ পড়ে ব্রাজিল।

ম্যাচের ৩০তম মিনিটে লুকাস পাকুয়েতার পাস পেয়ে ডি বক্সের বাইরে থেকে শট নেন রদ্রিগো।
বল প্রতিপক্ষ খেলোয়াড়ের গায়ে লেগে দিক পাল্টে দূরের পোস্টে লেগে জালে জড়ায়।

প্রথমার্ধে লক্ষ্যে কোনো শট রাখতে পারেনি একুয়েদর। দ্বিতীয়ার্ধে স্বাগতিকদের চাপে রাখে তারা। তবে গোলের দেখা পায়নি সফরকারী দলটি।

জয় পেলেও ব্রাজিলের খেলায় ছিল না চিরচেনা সেই ছন্দ। পুরো ম্যাচে ৫৮ শতাংশ বলের দখল রেখে নেওয়া দশ শটের কেবল তিনটি লক্ষ্যে রাখতে পারে তারা।

লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে ৭ ম্যাচে ব্রাজিলের এটি তৃতীয় জয়।
সঙ্গে ১ ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে দশ দলের তালিকার চারে উঠে এসেছে দারিভাল জুনিয়রের দলটি।

একই দিন ঘরের মাঠে প্যারাগুয়ের বিপক্ষে গোলশূন্য ড্র করে উরুগুয়ে।
কোপা আমেরিকার সেমিফাইনালে দর্শকদের সঙ্গে বিবাদে জড়িয়ে নিষেধাজ্ঞায় থাকা ৫ ফুটবলারকে এই ম্যাচে পায়নি দলটি।
এদিন উরুগুয়ের হয়ে ক্যারিয়ারের শেষ ম্যাচটি খেললেন লুইস সুয়ারেস।

৭ ম্যাচে ৪ জয় ও ২ ড্রয়ে ১৪ পয়েন্ট নিয়ে উরুগুয়ে আছে তালিকার দুইয়ে।
সমান ম্যাচে ৩ জয় ও ৪ ড্রয়ে ১৩ পয়েন্ট নিয়ে তিনে কলম্বিয়া। এদিন তারা পেরুর সঙ্গে ১-১ ড্র করে।

আগের দিন চিলিকে ৩-০ গোলে উড়িয়ে দেওয়া আর্জেন্টিনা ৭ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে।

এ জাতীয় আরো খবর
© All rights reserved priyoalo.com © 2023.
Site Customized By NewsTech.Com
x