1. citymelaltd@gmail.com : আবু হেনা : আবু হেনা
  2. foysalmahmudbd9@gmail.com : ফয়সাল মাহমুদ : ফয়সাল মাহমুদ
  3. imran.vusc@gmail.com : প্রিয়আলো ডেস্ক : প্রিয়আলো ডেস্ক
  4. kkomol296@gmail.com : kamrul Hossain : kamrul Hossain
  5. m.editor.priyoalo@gmail.com : Farhadul Islam : Farhadul Islam
  6. nurulimran26@gmail.com : নুরুল ইমরান : নুরুল ইমরান
  7. priyoalo@gmail.com : প্রিয়আলো ডেস্ক :
রওশন এরশাদ শিগগিরই মনোনয়ন ফরম নেবেন : জাপা মহাসচিব - প্রিয় আলো

রওশন এরশাদ শিগগিরই মনোনয়ন ফরম নেবেন : জাপা মহাসচিব

  • আপডেট সময় মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০২৩
  • ৩০
Image 252131 1700557321

জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক ও বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ শিগগির মনোনয়ন ফরম সংগ্রহ করবেন বলে জানিয়েছেন দলটির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু।

মঙ্গলবার (২১ নভেম্বর) দুপুরে বনানীতে জাপা চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

চুন্নু বলেন, ‘প্রধান পৃষ্ঠপোষক ইলেকশন কমিশনে যে চিঠি দিয়েছেন, সে বিষয়ে আমি কিছু জানি না। তিনি টেলিফোনে আমাকে জানিয়েছেন, তার লোক পাঠিয়ে মনোনয়ন ফরম সংগ্রহ করবেন। সেই সঙ্গে তিনি সাদ এরশাদের মনোনয়ন ফরমটিও সংগ্রহ করবেন। হয়তোবা আজই তিনি ফরম সংগ্রহ করবেন।’

এ সময় রওশন এরশাদ আলাদাভাবে দলের মনোনয়ন প্রত্যাশীদের ফরম বিতরণ করবেন বলে গত দুদিন ধরে যে গুঞ্জন ছড়িয়েছে, তার কোনো ভিত্তি নেই বলেও জানান চুন্নু।

রওশন এরশাদ আলাদাভাবে দলের মনোনয়নপ্রত্যাশীদের ফরম বিতরণ করবেন বলে দুদিন ধরে যে গুঞ্জন ছড়িয়েছে, তার কোনো ভিত্তি নেই বলে জানান মুজিবুল হক চুন্নু।

গত সোমবার জাপা চেয়ারম্যান জিএম কাদের রংপুর-৩ আসন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এ আসনে এখন সংসদ সদস্য হিসেবে রয়েছেন রাহগির আল মাহি সাদ এরশাদ। এ নিয়ে রওশন এরশাদের সঙ্গে চেয়ারম্যান জিএম কাদেরের দ্বন্দ্ব নতুন মাত্রা যোগ করে।

এ বিষয়ে দলের মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু বলেন, ‘দলের চেয়ারম্যান হিসেবে গোলাম মোহাম্মদ কাদের দেশের যেকোনো আসন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করতে পারেন। সাদ এরশাদ যদি মনোনয়ন ফরম সংগ্রহ করেন, তবে বিষয়টি আমরা ভেবে দেখব।’

গত মঙ্গলবার রাতে জাতীয় পার্টির দলীয় প্যাডে জিএম কাদেরের পদত্যাগের গুজবের বিষয়ে চুন্নু বলেন, দল থেকে বহিষ্কৃত নেতাদের একটি অংশ উদ্দেশ্যপ্রণোদিত হয়ে এসব গুজব ছড়াচ্ছে।

তিনি বলেন, ‘দলে গোলাম মোহাম্মদ কাদেরের নেতৃত্ব নিয়ে, যোগ্যতা নিয়ে কোনো প্রশ্ন নেই। তার নেতৃত্বে দল গত দুই-তিন বছরে অনেক সংগঠিত হয়েছে। সুতরাং উনি পদত্যাগ করবেন কেন?’

জাতীয় পার্টি (জাপা) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবে কি না, তা জানাতে আরও সময় লাগবে বলে জানান মো. মুজিবুল হক চুন্নু।

তিনি বলেন, ‘মানুষের মনে এখনো প্রশ্ন, এখনো সংশয়, ভোটকেন্দ্রে গেলে ভোট দিতে পারবে কি না। জনগণের মনে ভোট শতভাগ আস্থা তৈরি হয়নি। তাই ভোটে যাওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আরও অপেক্ষা করতে হবে।’

এ জাতীয় আরো খবর
© All rights reserved priyoalo.com © 2023.
Site Customized By NewsTech.Com
x