1. citymelaltd@gmail.com : আবু হেনা : আবু হেনা
  2. foysalmahmudbd9@gmail.com : ফয়সাল মাহমুদ : ফয়সাল মাহমুদ
  3. imran.vusc@gmail.com : প্রিয়আলো ডেস্ক : প্রিয়আলো ডেস্ক
  4. kkomol296@gmail.com : kamrul Hossain : kamrul Hossain
  5. m.editor.priyoalo@gmail.com : Farhadul Islam : Farhadul Islam
  6. nurulimran26@gmail.com : নুরুল ইমরান : নুরুল ইমরান
  7. priyoalo@gmail.com : প্রিয়আলো ডেস্ক :
যে কারণে শাহরুখের ছবিতে অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দিলেন আল্লু অর্জুন - প্রিয় আলো

যে কারণে শাহরুখের ছবিতে অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দিলেন আল্লু অর্জুন

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২ মার্চ, ২০২৩
  • ২৯
shahrukh_Allu

দক্ষিণী চলচ্চিত্র জগতে চেনা মুখ তিনি। ‘পুষ্পা: দ্য রাইজ’ ছবির পরে তার জনপ্রিয়তা আরও বেড়েছে। সেই আল্লু অর্জুনের বলিউডে পা রাখার কথা ‘জাওয়ান’ ছবির হাত ধরে। দক্ষিণী পরিচালক অ্যাটলির ‘জাওয়ান’ ছবিতে শাহরুখ খানের সঙ্গে অভিনয় করার কথা ছিল আল্লু অর্জুনের। খবর প্রকাশ্যে আসার পরে অনুরাগীদের মধ্যে উদ্দীপনা দেখা দিয়েছিল। সেই সব জল্পনায় পানি ঢাললেন তারকা নিজেই। জানা গেছে, ইচ্ছা থাকলেও ‘জাওয়ান’ ছবিতে কাজ করার জন্য সায় দিতে পারেননি দক্ষিণী তারকা।

খবর, অ্যাটলির ‘জাওয়ান’ ছবির চিত্রনাট্য শুনেছেন আল্লু অর্জুন। তার জন্য লেখা বিশেষ চরিত্র শুনে অভিনয়ে আগ্রহ প্রকাশও করেছিলেন তিনি। বাধ সাধল শুটিং শিডিউল। ইতোমধ্যেই শুরু হয়ে গেছে ‘পুষ্পা’ ফ্র্যাঞ্চাইজির দ্বিতীয় ছবির শুটিং। বিশাখাপত্তনমের পর আপাতত হায়দরাবাদে শুটিংয়ে ব্যস্ত আল্লু। পাশাপাশি চলছে শারীরিক কসরতও। চরিত্রের প্রয়োজনের শুটিং ছাড়া বাকি সময় জিমেই কাটাচ্ছেন তিনি। ‘জাওয়ান’-এর শুটিংয়ের জন্য একটুও সময় বের করতে পারবেন না, এই মর্মেই ছবিকে না বলতে বাধ্য হন অভিনেতা। শাহরুখ খানের সঙ্গে তাকে এক ফ্রেমে দেখতে মুখিয়ে ছিলেন দর্শক। শোনা যাচ্ছে, অনুরাগীদের হতাশ করে দুঃখিত তিনি নিজেও।

অন্যদিকে, পরিচালক অ্যাটলির ‘জাওয়ান’ ছবির হাত ধরে দক্ষিণী সিনেমায় পা রাখছেন শাহরুখ খান। হিন্দি ছাড়াও তামিল, তেলুগু, মালয়ালাম ও কন্নড় ভাষায় মুক্তি পেতে চলেছে এই ছবি। ছবিতে দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন শাহরুখ। ইতোমধ্যেই চেন্নাইয়ে গিয়ে দক্ষিণী তারকা অভিনেত্রী নয়নতারার সঙ্গে শুটিং সেরেছেন তিনি। অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন দক্ষিণী তারকা নয়নতারা, প্রিয়ামণি, বিজয় সেতুপতি ও সান্যা মালহোত্রা। আগেই জানা গেছে, ছবিতে একটি বিশেষ চরিত্রে অভিনয় করবেন ‘বারিসু’ খ্যাত দক্ষিণী তারকা থালাপতি বিজয়।

আইকে

এ জাতীয় আরো খবর
© All rights reserved priyoalo.com © 2022.
Site Customized By NewsTech.Com
x