সম্প্রতি এক বিয়ের অনুষ্ঠানে গিয়ে ‘ফিমেল ফ্যানদের’ সেলফির শিকার হয়েছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। অবস্থা এমন দাঁড়িয়েছিল যে শেষ পর্যন্ত অনেকটা পালিয়ে বেঁচেছেন আইসিসির বর্ষসেরা এই ক্রিকেটার।
যা এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল।
সংবাদমাধ্যমে জানা গেছে, ক্রিকেট থেকে পাওয়া ছুটিতে সম্প্রতি লাহোরে আম্পায়ার আলিম দারের ছেলের বিয়েতে গিয়েছিলেন বাবর। একেতো এতো বড় তারকা, তার ওপর দেখতেও বেশ। আর এ কারণেই একের পর এক অতিথির সেলফি আর অটোগ্রাফের শিকার হতে হয় এই পাক কাপ্তানকে।
তবে এ রকম ঘটবে হয়তো ভাবেননি বাবর নিজেও। বিশেষ করে তরুণী মহলে। তবে নারী ভক্তদের উপস্থিতি খুব একটা স্বস্তি দিয়েছে তা নয়। ভিডিওতেও তা স্পষ্ট। তরুণীদের সেলফি থেকে বাঁচতে শেষ পর্যন্ত অনেকটা দৌড়ে বিয়ে বাড়ি থেকে পালান বাবর।
ইমাম উল হক, হাসান আলী, আজহার আলী, মিসবাহ উল হকের মতো সাবেক-বর্তমান একাধিক ক্রিকেটার থাকলেও, সবার চোখ আটকে ছিল বাবরের দিকে।
Lerkiyan b babar ka picha ni chorti
Bichara😂😂😂
Kaise bhaga yarr🤣🤣#BabarAzam𓃵 pic.twitter.com/TgZvXagiRE— ♥️kiranBatool🇵🇰🏏 (@batool8918) January 29, 2023
আইকে