1. imran.vusc@gmail.com : প্রিয়আলো ডেস্ক : প্রিয়আলো ডেস্ক
  2. m.editor.priyoalo@gmail.com : Farhadul Islam : Farhadul Islam
  3. priyoalo@gmail.com : প্রিয়আলো ডেস্ক :
  4. imran.vus@gmail.com : Sabana Akter : Sabana Akter
শিরোনাম
ফ্যাসিবাদীদের পলায়নে সহায়তাকারীরা বিমানবন্দরে এখনো বহাল তবিয়তে টিসিবির ১ কোটি ফ্যামিলি কার্ডধারীর ৩৭ লাখই ভুয়া: বাণিজ্য উপদেষ্টা চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে উত্তেজনা ইরানের সুপ্রিম কোর্টে ২ বিচারপতিকে গুলি করে হত্যা নারী ফুটবলারকে ‘মোটা’ বলায় নিষিদ্ধ ফেডারেশনের সভাপতি উপদেষ্টাদের সংস্কারের অধিকার কে দিয়েছে— প্রশ্ন বিএনপি নেতা আসাদুজ্জামান রিপনের ওষুধের ওপর থেকে ভ্যাট কমাতে সুপারিশ করা হয়েছে: স্বাস্থ্য উপদেষ্টা অবিবেচকের মতো ভ্যাট হার বাড়ানো হয়েছে: ড. দেবপ্রিয় ৪০ মাজার-দরগাহে হামলা ভাঙচুর: গ্রেপ্তার ২৩ বিদায়ী সংবাদ সম্মেলনে ব্লিনকেনকে কড়া প্রশ্ন করে নাজেহাল দুই সাংবাদিক

যুক্তরাষ্ট্রে বিশ্ববিদ্যালয়ে বন্ধুক হামলা, নিহত ৪

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০২৩
  • ১৬০
Image 250856 1701923493

যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ে বন্দুক হামলায় চারজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে হামলাকারীও রয়েছেন। উত্তর আমেরিকার দেশ লাস ভেগাসের নেভাদা বিশ্ববিদ্যালয়ে এ হামলার ঘটনা ঘটে।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, বুধবার যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব নেভাদা লাস ভেগাসের প্রধান ক্যাম্পাসে বন্দুকধারীর গুলিতে অন্তত তিনজন নিহত হয়েছেন। এছাড়া হামরাকারীও নিহত হয়েছেন।

রয়টার্স বলছে, কর্তৃপক্ষ নিহতদের পরিচয় জানাতে পারেনি। এছাড়া সন্দেহভাজন ওই ব্যক্তি পুলিশের গুলিতে নিহত নাকি নিজেই আত্মহত্যা করেছেন তাও স্পষ্ট নয়।

তবে লাস ভেগাস পুলিশ বিভাগ সোশ্যাল মিডিয়ায় লিখিত বিবৃতিতে বলেছে, বন্দুকধারী ছাড়াও তিনজন নিহত হয়েছেন। গুলিবিদ্ধ আরেকজনের অবস্থা আশঙ্কাজনক।

এদিকে এপির প্রতিবেদনে বলা হয়েছে, লাস ভেগাসের নেভাদা বিশ্ববিদ্যালয়ের (ইউএনএলভি) পুলিশ প্রধান অ্যাডাম গার্সিয়া সংবাদ সম্মেলনে জানান, বুধবার পৌনে বারোটার দিকে নেভাদা বিশ্ববিদ্যালয়ে গুলির ঘটনা ঘটেছে। ঘটনার সময় ছুটে যায় ক্যাম্পাস ও স্থানীয় পুলিশ। পরে বন্ধুকযুদ্ধে সন্দেহভাজনকে হত্যা করে বিশ্ববিদ্যালয়ের গোয়েন্দারা।

এপির প্রতিবেদনে বলা হয়, লাস ভেগাস মেট্রোপলিটন পুলিশ শেরিফ কেভিন ম্যাকমাহিল বলেন, ছাত্র-ছাত্রীরা মাঠে খেলাধুলা করছিল। তখন যদি হামলাকারীকে পুলিশ না মারতো তাহলে আরও হতাহতের ঘটনা ঘটতে পারতো।

ঘটনা সম্পর্কে বিস্তারিত কোনও কিছু সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়নি বলেও জানায় এপি।

এ জাতীয় আরো খবর
© All rights reserved priyoalo.com © 2023.
Site Customized By NewsTech.Com
x