1. imran.vusc@gmail.com : প্রিয়আলো ডেস্ক : প্রিয়আলো ডেস্ক
  2. m.editor.priyoalo@gmail.com : Farhadul Islam : Farhadul Islam
  3. priyoalo@gmail.com : প্রিয়আলো ডেস্ক :
  4. imran.vus@gmail.com : Sabana Akter : Sabana Akter
শিরোনাম
রাত ১১টা পর্যন্ত হাতিরঝিলে যান চলাচল বন্ধ গাজীপুরে অটোরিকশায় কাভার্ডভ্যানের ধাক্কা, নিহত ৪ হলফনামায় শেখ হাসিনার তথ্য গোপন, ব্যবস্থা নিতে দুদককে চিঠি ইমামদের নিয়োগ ও বরখাস্ত সরকারি নীতিমালা অনুযায়ী হতে হবে : ধর্ম উপদেষ্টা বাংলাদেশে স্টারলিংক কার্যক্রমের প্রশংসা স্পেসএক্স’র ভাইস প্রেসিডেন্টের গোপালগঞ্জে কারফিউর সময় ফের বাড়লো বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল জাতিসংঘের মানবাধিকার মিশন মিথ্যা মামলা দিয়ে ব্যবসায়ীদের হয়রানি ও চাঁদাবাজি বন্ধের আহ্বান বিএনপির জুলাই-আগস্ট অভ্যুত্থানের স্বপ্ন বাস্তবায়ন করতে হবে: আসিফ মাহমুদ পদদলিত হয়ে সমর্থকদের মৃত্যুর জন্য কোহলিকে দুষছেন কর্নাটক সরকার

যুক্তরাষ্ট্রের মদদে পুড়ছে তেহরান, সরব বলিউডের ইরানি অভিনেত্রী মান্দানা

  • আপডেট সময় সোমবার, ২৩ জুন, ২০২৫
  • ৪৮
1750655916 71eb23b8d0602b0010fd6941fb591672

ইরানের তিনটি পারমাণবিক কেন্দ্রে যুক্তরাষ্ট্রের সামরিক হামলার পর মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধ পরিস্থিতি। এই উত্তেজনার প্রেক্ষাপটে নিজের দেশ ইরান নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বলিউডের ইরানি বংশোদ্ভূত অভিনেত্রী মান্দানা করিমি।

সামাজিক যোগাযোগমাধ্যমে এক দীর্ঘ আবেগঘন পোস্টে মান্দানা লেখেন, আমি ঠিক নেই। দেখে মনে হতে পারে, আমি স্বাভাবিকভাবে কাজ করছি। কিন্তু আমি ঠিক থাকার ভান করছি মাত্র। নিজের জন্য, পরিবারের জন্য যতটা সম্ভব করছি, কিন্তু মনটা ছিন্নভিন্ন হয়ে যাচ্ছে।

ইরান-ইসরায়েল সংঘাত এবং মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতা নিয়ে মুখ খোলেন তিনি। বলেন, শিশুদের মৃত্যু দেখেও কীভাবে চুপ থাকা যায়! শুধু প্যালেস্টাইন বা ইরানে নয়— মধ্যপ্রাচ্যের বহু অঞ্চলে আমেরিকার অর্থায়নে বিস্ফোরণ ঘটছে। ইসরায়েল আক্রমণ করছে, আর বিশ্ব নীরব দর্শক হয়ে আছে!

বর্তমানে ইউরোপে অবস্থান করছেন এই অভিনেত্রী। তবু নিরাপদ দূরত্বেও তিনি অসহায়। লিখেছেন, শান্ত রাস্তা দিয়ে হাঁটার সময়ও মনে হয়, আমি ভূতের মতো চলছি। আমার মন পড়ে আছে আমার বাড়িতে— মা, ভাই, ভাতিজা-ভাতিজিরা আতঙ্কে দিন কাটাচ্ছে।

পরবর্তী ক্ষেপণাস্ত্রটা যদি ওদের বাড়ির ওপরই পড়ে!

নিজের দেশ ইরানের প্রতি ভালোবাসা প্রকাশ করে মান্দানা জানান, ইরান বলতে আমি সরকার বা প্রশাসন বুঝি না। ইরান মানে আমার দেশ, পরিবার ও আমার মানুষেরা। সেই ইরানই আজ মৃত্যুপুরীতে পরিণত হচ্ছে।

এই পরিস্থিতিতে তিনি বিশ্ববাসীর প্রতি আহ্বান জানিয়েছেন, শুধু নীরব দর্শক না হয়ে প্রতিবাদে সরব হওয়ার।

তিনি বলেন, আপনারা যদি কিছু না-ও করতে পারেন, অন্তত সম্মানটুকু দিন। যারা চোখের সামনে নিজের দেশটাকে ধ্বংস হতে দেখছে, তাদের যন্ত্রণাকে সম্মান করুন। এটা শুধু রাজনীতি নয়, এটা অসহনীয় বেদনার গল্প।

এ প্রসঙ্গে সংবাদমাধ্যমে কথা বলতে রাজি নন বলেও জানান মান্দানা। তার ভাষায়, আমি আর কিছু বলতে পারি না। ব্যথা দিয়ে ভরা এ সময়টায় শুধু চাই, মানুষ অন্তত অনুভব করুক আমাদের যন্ত্রণার গভীরতা।

সূত্র : আনন্দবাজার পত্রিকা।

এ জাতীয় আরো খবর
© All rights reserved priyoalo.com © 2025.
Site Customized By NewsTech.Com