পুলিশসহ বিভিন্ন সংস্থার স্টিকারের অবৈধ ব্যবহার নিয়ন্ত্রণে অভিযান চালিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ। অপরাধ নিয়ন্ত্রণে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানায় পুলিশ।
রোববার (৫ মে) সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান ডিএমপির যুগ্ম কমিশনার ট্রাফিক (দক্ষিণ) এস এম মেহেদী হাসান।
এস এম মেহেদী হাসান বলেন, ব্যক্তিগত গাড়িতে পুলিশসহ জনগুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের অননুমোদিত স্টিকার ব্যবহার করলে যথোপযুক্ত ব্যবস্থা নেয়া হচ্ছে। ইতোমধ্যে ৩৬০টি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে ডিএমপির ট্রাফিক বিভাগ। পাশাপাশি ফিটনেসবিহীন ৩ হাজার যানবাহনের বিরুদ্ধে মামলা দেয়া হয়েছে। এছাড়া প্রায় ২ হাজার গাড়ি ডাম্প করা হয়েছে।