1. imran.vusc@gmail.com : প্রিয়আলো ডেস্ক : প্রিয়আলো ডেস্ক
  2. m.editor.priyoalo@gmail.com : Farhadul Islam : Farhadul Islam
  3. priyoalo@gmail.com : প্রিয়আলো ডেস্ক :
  4. imran.vus@gmail.com : Sabana Akter : Sabana Akter

মোহাম্মদপুরে দুই গ্রুপের সংঘর্ষে নিহত ২ যুবক

  • আপডেট সময় শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪
  • ১১
Image 292144 1726895902

রাজধানীর মোহাম্মদপুর বুদ্ধিজীবী কবরস্থান এলাকায় দুই পক্ষের মারপিটের ঘটনায় নাসির বিশ্বাস (২২) ও মুন্না (২৩) নামে দুই যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। তাদের মধ্যে নাসির ৩৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের কর্মী ছিলেন বলে জানা গেছে।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে নয়টার দিকে মারা যায় নাসির। অপরদিকে মুন্না সোহরাওয়ার্দী হাসপাতালে মারা যায়।

তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন মোহাম্মদ পুর থানার ওসি আলী ইফতেখার হাসান।

তিনি জানান, সংঘর্ষে নাছির বিশ্বাস (২২) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়। তিনি রাজমিস্ত্রির কাজ করতেন। এ ছাড়া সংঘর্ষে আহত মুন্না (২৩) নামে একজনকে রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য দুই যুবকের মরদেহ হাসপাতালে রাখা হয়েছে।

এ জাতীয় আরো খবর
© All rights reserved priyoalo.com © 2023.
Site Customized By NewsTech.Com
x