প্রতিবেদক, এস এম মামুনঃ রাজধানীর মোহাম্মদপুরের ঢাকা উদ্যান বুড়িগঙ্গা পাম্পের দ্বিতীয় তলা থেকে বিদেশি পিস্তল ও গুলি সহ মো. সজল আহমেদ(৩২) ও মো. তাজু (২৬) নামে দুইজনকে গ্রেপ্তার করে যৌথবাহিনী।
শুক্রবার (১ নভেম্বর )মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে বুড়িগঙ্গা পাম্পের ম্যানেজারের রুমে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
এই ঘটনায় মোহাম্মদপুর থানায় একটি অস্ত্র আইনে মামলা দায়ের করেছেন মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম।
মামলার এজহারে তিনি উল্লেখ করেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি মোহাম্মদপুরের ঢাকা উদ্যান বেড়িবাধ বুড়িগঙ্গা পেট্রোল পাম্পের দ্বিতীয় তলায় ম্যানেজারের রুমে বিদেশি পিস্তলসহ দুইজন অবস্থান করছেন। এমন সংবাদের ভিত্তিতে থানা থেকে অতিরিক্ত ফোর্স এবং সেনাবাহিনীর সহযোগিতায় বুড়িগঙ্গা পাম্পের দ্বিতীয় তলা থেকে সজল আহমেদ ও তাজু নামে দুইজনকে আটক করি। পরে তাদের দেওয়া তথ্য মতে ওই বাথরুমের ফ্লাশ কমোডের পেছন থেকে বিদেশি পিস্তল ও ৬ রাউন্ড গুলি উদ্ধার উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, বুড়িগঙ্গা পাম্পটি বর্তমানে শামীম বেপারী পরিচালনা করছেন। তার ভাই শাহিন বেপারী আওয়ামী লীগ করার কারণে বর্তমানে পলাতক থাকায় পাম্পটি তার ভাই শামীম বেপারী দখলে নিয়েছেন। শামীম বেপারী সব সময় বুড়িগঙ্গা পাম্পটি পাহারা দেওয়ার জন্য অস্ত্রসহ তাদেরকে রেখে দেয়। যাতে করে কেউ এসে এটি দখলে নিতে না পারে। শামীম বেপারী এই পাম্পটিকে দখলে রাখার জন্য অস্ত্রসহ ভাড়াটে লোক রাখতো। পরে গোপন সংবাদের ভিত্তিতে বিদেশী পিস্তল সহ দুইজনকে আটক করে যৌথ বাহিনী।
এ বিষয়ে জানতে চাইলে প্রিয় আলোকে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলি ইফতেখার হাসান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর সহযোগিতায় বুড়িগঙ্গা পেট্রোল পাম্পের দ্বিতীয় তলায় ম্যানেজারের রুমে অভিযান পরিচালনা করা হয়। পরে সেখান থেকে সজল আহমেদ ও তাজু নামে দুইজনকে আটক করা হয়। পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে বাথরুম থেকে বিদেশি পিস্তল ও ৬ রাউন্ড গুলিসহ তাদেরকে আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে এসআই নজরুল ইসলাম বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।
এই সূত্রে আরো জানা গেছে, যে শামীম বেপারী রাজনৈতিক প্রভাব খাটিয়ে বুড়িগঙ্গা পাম্পটি দখল করে রাজত্ব চালানোর জন্য কিছু ভাড়াটে লোক রাখেন। বিভিন্ন মানুষকে হুমকি দিচ্ছে এবং তার ছোট ভাই আবু সায়েম শাহিনের গার্মেন্টস ও বাড়ি দখল করার জন্য হুমকি দিচ্ছেন এই বিষয়ে এলাকাবাসী ও তার ছোট ভাই আবু সায়েম শাহিনের দাবি, শামীম বেপারীকে আইনের আওতায় আনা হোক।