শক্তিশালী ঘূর্ণিঝড় মোখার তাণ্ডবে ১৪৫ জনের মৃত্যুর কথা নিশ্চিত করেছে মিয়ানমার প্রশাসন। এর প্রকোপে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে দেশটির উত্তরাঞ্চলীয় রাখাইন রাজ্য।
গত সপ্তাহের রবিবার দুপুরে রাখাইন রাজ্যের রাজধানী সিতওয়েতে আঘাত হানে মোখা। এসময় বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ২৫৯ কিলোমিটার।
এই ঝড়ের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত হয়েছে ঘরবাড়ি ও বিভিন্ন স্থাপনা। উপড়ে পড়েছে বহু গাছপালা। অনেক সড়কে গাছ পড়ে যোগাযোগ ব্যবস্থাও বিঘ্নিত হয়।
এদিকে, ঘূর্ণিঝড় মোখার কারণে রাখাইন ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয়টি নিয়ে আগেই শঙ্কা প্রকাশ করেছিল জাতিসংঘ। বলা হয়েছিল, ওই অঞ্চলের মানুষ এমনিতেই মানবেতর জীবনযাপন করছে। তাদের আগে থেকেই মানবিক সহায়তার প্রয়োজন।