1. imran.vusc@gmail.com : প্রিয়আলো ডেস্ক : প্রিয়আলো ডেস্ক
  2. m.editor.priyoalo@gmail.com : Farhadul Islam : Farhadul Islam
  3. priyoalo@gmail.com : প্রিয়আলো ডেস্ক :
  4. imran.vus@gmail.com : Sabana Akter : Sabana Akter

মেসি-নেইমারকে ছাড়াই আগামী সপ্তাহে আর্জেন্টিনা-ব্রাজিল মহারণ

  • আপডেট সময় বুধবার, ১৯ মার্চ, ২০২৫
  • ৫২
Brazil argentina

বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচের জন্য অনুশীলন শুরু করেছে দুই জায়ান্ট আর্জেন্টিনা ও ব্রাজিল। আগামী শুক্রবার (২১ মার্চ) ব্রাজিল লড়বে কলম্বিয়ার বিপক্ষে আর শনিবার (২২ মার্চ) আর্জেন্টিনার প্রতিপক্ষ উরুগুয়ে।

তবে, আগামী বুধবার (২৬ মার্চ) মাঠে গড়াবে সবচেয়ে হাইভোল্টেজ ম্যাচ। যেখানে লড়বে দুই চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা ও ব্রাজিল। ইনজুরিতে এই ম্যাচ মিস করবেন মেসি ও নেইমার।

ইতোমধ্যে বিশ্বকাপ বাছাইপর্বের পরবর্তী দুই ম্যাচের জন্য অনুশীলন শুরু করেছে আর্জেন্টিনা। শনিবার ভোর সাড়ে ৫টায় উরুগুয়ে আর বুধবার সকাল ৬টায় ব্রাজিলের মুখোমুখি হবে বিশ্ব চ্যাম্পিয়নরা। কিন্তু এই দুই বিগ ম্যাচের জন্য মাসল ইনজুরির কারণে লিওনেল মেসিকে পাচ্ছে না আর্জেন্টিনা। কিন্তু বুয়েন্স আইরেসে শুরু হওয়া অনুশীলনে না থেকেও আছেন মেসি। কারণ, আলবিসেলেস্তারা অনুশীলন করছে লিওনেল মেসি ট্রেনিং গ্রাউন্ডে।

মেসির অবর্তমানে উরুগুয়ে, ব্রাজিল ম্যাচে নিশ্চিতভাবে ইনফর্ম হুলিয়ান আলভারেজ ও লাউথারো মার্টিনেজকে ঘিরে আক্রমন পরিকল্পনা সাজাবেন কোচ স্কালোনি। এই মৌসুমে অ্যাটলেটিকো মাদ্রিদে যোগ দেবার পর নিয়মিত খেলছেন আলভারেজ। এখন পর্যন্ত এই মৌসুমে করেছেন ২৩ গোল। আর মার্টিনেজের নামের পাশে আছে ১১ গোল। সেই সাথে আর্জেন্টিনার আক্রমনে তৃতীয় ফরোয়ার্ড হিসেবে থাকতে পারেন নিকোলাস গঞ্জালেস।

তবে উরুগুয়ের বিপক্ষে ম্যাচে খেলার পর এই প্রীতি ম্যাচে আর্জেন্টিনা অনুর্ধ্ব ২০ দলের বিপক্ষে খেলবে আর্জেন্টিনা জাতীয় দল।

আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি বলেন, আমরা শনিবার বিকেল ৫টায় হুরাকান স্টেডিয়ামে অনূর্ধ্ব-২০ দলের বিরুদ্ধে একটি প্রীতি ম্যাচ খেলব। হাসপাতাল পেনার জন্য তহবিল গঠনে এটা আমাদের একটা প্রচেষ্টা। আশা করি, আমরা তাদের জন্য যে তহবিল সংগ্রহ করব তা দিয়ে হাসপাতালটি পুনরুদ্ধার করতে পারবে।

শুক্রবার সকাল পৌঁনে সাতটায় ব্রাজিল আতিথ্য দেবে কলম্বিয়াকে। আর বুধবার আর্জেন্টিনার সাথে মহারণ। এই দুই ম্যাচের জন্য প্রস্তুতি শুরু করেছে সেলেসাওরাও।

নামের বিচারে ব্রাজিল শক্তিশালি হলেও বিশ্বকাপ বাঁছাইয়ে মোটেও ছন্দে নেই দারিভাল জুনিয়রের দল। ১২ ম্যাচে ৫ জয় আর তিন হারে টেবিলের ৫ নম্বরে ব্রাজিল। তাইতো আর্জেন্টিনাতো বটেই ৪ নম্বর দল কলম্বিয়ার বিপক্ষেও জিততে হলে সেরাটা দিতে হবে ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়নদের। সেরা ছন্দে ফেরা নেইমারকে দলে নিলেও আবারও ইনজুরিতে ছিটকে গেছেন এই ফরোয়ার্ড।

ব্রাজিলের কোচ দারিভাল জুনিয়র এ বিষয়ে বলেন, কলম্বিয়া ও আর্জেন্টিনা খুবই শক্তিশালি প্রতিপক্ষ। কলম্বিয়ার খুব কার্যকরী কিছু খেলোয়াড় আছে। আর্জেন্টিনার পরিচয়ের প্রয়োজন নেই। তারা বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন, গত দুটি কোপা আমেরিকার বিজয়ী। আমরা এই দুই ম্যাচের জন্য শতভাগ প্রস্তুত।

এ জাতীয় আরো খবর
© All rights reserved priyoalo.com © 2023.
Site Customized By NewsTech.Com