অধিনায়ক মেসিকে ছাড়া মাঠে নেমে বড়সড় ধাক্কা খেয়েছে ইন্টার মায়ামি।
শনিবার (১৬ সেপ্টেম্বর) দিবাগত রাতে আটলান্টার কাছে ৫-২ গোলে উড়ে গেছে মেসিবিহীন ক্লাবটি।
এই হারে প্লে-অফ স্বপ্নেও বড় ধাক্কা খেয়েছে ইন্টার মায়ামি।
ম্যাচের ২৫তম মিনিটেই লিড নেয় টাটা মার্টিনোর দল। তবে ম্যাচের ৩৬তম মিনিটে আটলান্টাকে সমতায় ফেরান ত্রিস্তান মুয়ুম্বা। এর মিনিট পাঁচেক পর কামাল মিলারের আত্মঘাতী গোলে পিছিয়ে যায় মায়ামি। তিন মিনিট ব্যবধানে আবারও গোল হজম করে মেসিবিহীন দলটি। ব্রুকস লেননের জাদুতে দুই গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় আটলান্টা।
বিরতির পর দলের ও ব্যক্তিগত দ্বিতীয় গোলে ব্যবধান কমান কাম্পানা। তবে ম্যাচের ৭৬তম মিনিটে আবারও গোল হজম করে মায়ামি।
আর নির্ধারিত সময়ের ঠিক আগ মুহূর্তে মায়ামি শিবিরে শেষ পেরেকটি ঠুকে দেন টাইলর ওলফ।