1. imran.vusc@gmail.com : প্রিয়আলো ডেস্ক : প্রিয়আলো ডেস্ক
  2. m.editor.priyoalo@gmail.com : Farhadul Islam : Farhadul Islam
  3. priyoalo@gmail.com : প্রিয়আলো ডেস্ক :
  4. imran.vus@gmail.com : Sabana Akter : Sabana Akter

মেট্রোরেল চলাচলের নতুন সময়সূচী প্রকাশ

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪
  • ১২১
Metro

অফিস সময়সূচির সাথে মিল রেখে আগামী বুধবার (১৯ জুন) থেকে মেট্রোরেল চলাচলের নতুন সময়সূচিতে প্রকাশ করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড।

বৃহস্পতিবার (১৩ জুন) ঢাকা ম্যাস ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্টের উপপ্রকল্প পরিচালক তরফদার মাহমুদুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নতুন সময়সূচীর কথা জানানো হয়।

Image 18 1090x1536

বিজ্ঞপ্তিতে বলা হয়, অফিস সময়সূচি পরিবর্তন হওয়ায় এর সাথে সামঞ্জস্য রেখে আগামী ১৯ জুন থেকে নতুন সময়সূচিতে চলবে মেট্রোরেল। আগামী ১৬ জুন থেকে শনিবার ব্যতীত সব সরকারি ছুটির দিনে মেট্রোরেল চলাচলের নতুন সময়ও নির্ধারণ করা হয়েছে। এছাড়া কতক্ষণ পরপর মেট্রোরেল চলবে তা-ও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

প্রসঙ্গত, আগামী ১৯ জুন থেকে দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য নতুন অফিস সূচি নির্ধারণ করেছে সরকার। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে অফিস। তাতে প্রায় দুই বছর পর আবারও ৯টা–৫টা সূচিতে ফিরছে সরকারি অফিসগুলো। গত ৩ জুন প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভা বৈঠকে অফিসের নতুন সময়সূচীর বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়।

উল্লেখ্য, জ্বালানি সাশ্রয়ের উদ্দেশ্যে ২০২২ সালের ৩১ অক্টোবর অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে অফিস সূচি পরিবর্তন করে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত করা হয়েছিল। তখন থেকে এই সূচিতেই চলছে সরকারি অফিস।

এ জাতীয় আরো খবর
© All rights reserved priyoalo.com © 2023.
Site Customized By NewsTech.Com
x