1. citymelaltd@gmail.com : আবু হেনা : আবু হেনা
  2. foysalmahmudbd9@gmail.com : ফয়সাল মাহমুদ : ফয়সাল মাহমুদ
  3. imran.vusc@gmail.com : প্রিয়আলো ডেস্ক : প্রিয়আলো ডেস্ক
  4. kkomol296@gmail.com : kamrul Hossain : kamrul Hossain
  5. m.editor.priyoalo@gmail.com : Farhadul Islam : Farhadul Islam
  6. nurulimran26@gmail.com : নুরুল ইমরান : নুরুল ইমরান
  7. priyoalo@gmail.com : প্রিয়আলো ডেস্ক :
মেক্সিকোতে মানবদেহের অঙ্গসহ ৪৫ ব্যাগ উদ্ধার - প্রিয় আলো

মেক্সিকোতে মানবদেহের অঙ্গসহ ৪৫ ব্যাগ উদ্ধার

  • আপডেট সময় শুক্রবার, ২ জুন, ২০২৩
  • ৫২
Capture-2306021024

মেক্সিকোর পশ্চিমের রাজ্য জলিসকোর একটি গিরিখাত থেকে মানবদেহের অঙ্গসহ অন্তত ৪৫টি ব্যাগের সন্ধান পাওয়া গেছে।

স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে শুক্রবার বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।

সরকারি কৌঁসুলির দপ্তর এক বিবৃতিতে বলেছে, ‘মানুষের দেহাবশেষসহ ৪৫টি ব্যাগ বের করা হয়েছে, যেখানে পুরুষ ও মহিলা উভয়েরই দেহাবশেষ রয়েছে।’

জানা যায়, মঙ্গলবার বৃহৎ শিল্প কেন্দ্র গুয়াদালাজারার শহরতলী জাপোপানের পৌরসভার ৪০মিটার গিরিখাতের নিচ থেকে এই ব্যাগগুলো উদ্ধার করা হয়।

এর আগে ২০ মে নিখোঁজ হন পাঁচ পুরুষ ও দুই নারী। এদের বয়স ৩০ বছরের মধ্যে। নিখোঁজ হওয়া ব্যক্তিদের প্রত্যেকের অনুসন্ধানের ব্যাপারে পুলিশকে পৃথক পৃথক দিনে জানানো হয়েছিল। কিন্তু তদন্তকারীরা দেখেছেন, এরা সবাই একই কল সেন্টারে কাজ করতেন। যে এলাকায় মানুষের দেহাবশেষ আবিষ্কৃত হয়েছে সেই এলাকায় কল সেন্টারটি অবস্থিত।

এদিকে ফরেনসিক বিশেষজ্ঞরা এখনও হত্যাকাণ্ডের শিকার ব্যক্তিদের সংখ্যা এবং তাদের পরিচয় নির্ণয় করতে পারেননি।

এ জাতীয় আরো খবর
© All rights reserved priyoalo.com © 2023.
Site Customized By NewsTech.Com
x