কোরিয়ান জনপ্রিয় সংগীতশিল্পী চোই সুং-বং মারা গেছেন। তবে স্বাভাবিক মৃত্যু হয়নি তার। দেশটির পুলিশ জানিয়েছে, স্বেচ্ছায় মৃত্যুর পথ বেছে নিয়েছেন এই গায়ক। তার বয়স হয়েছিল ৩৩ বছর।
দ্য কোরিয়া টাইমসের বরাতে সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, মঙ্গলবার সকাল ৯টা ৪১ মিনিটে দক্ষিণ সিউলের ইওকসাম-ডং জেলায় নিজ বাড়িতে মৃত অবস্থায় পাওয়া যায় চোইকে।
পুলিশের ধারণা, চোই সুং-বং স্বেচ্ছায় মৃত্যুর পথ বেছে নিয়েছেন। মৃত্যুর আগে তিনি একটি নোট রেখেছেন। যেখানে আত্মহননের ইঙ্গিত রয়েছে। নোটে লেখা— আমার ভুলের জন্য যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের কাছে আমি আন্তরিকভাবে দুঃখিত।
চোই সুং-বং ২০১১ সালে কোরিয়ার গট ট্যালেন্ট রিয়েলিটি শোয়ে অংশ নিয়ে দ্বিতীয় স্থান অর্জন করেছিলেন। এর পর নিজের সুরের মাধ্যমে গান পরিবেশন করে খ্যাতি পেয়েছিলেন তিনি। এ গায়ক কোরিয়ান লেবেল বং বং কোম্পানির সঙ্গে সংগীত করার জন্য চুক্তিবদ্ধ হয়েছিলেন।