মুক্তিতে বাধা নেই শাকিব খান-অপু বিশ্বাস অভিনীত সিনেমা। আসছে ঈদে মুক্তি পাচ্ছে শাকিব খান অভিনীত সিনেমা ‘প্রিয়তমা’ এবং অপু বিশ্বাস অভিনীত ‘লাল শাড়ি’। সিনেমা দুটি আনকাট সেন্সর ছাড়পত্র পেয়েছে।
হিমেল আশরাফ পরিচালিত ‘প্রিয়তমা’ সিনেমাটিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন ওপার বাংলার ঈধিকা পাল। আরশাদ আদনানের প্রযোজনায় নির্মিত রোমান্টিক অ্যাকশন ঘরানার এ সিনেমার কাহিনি প্রয়াত ফারুক হোসেনের। যৌথভাবে চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন ফারুক হোসেন ও হিমেল আশরাফ। সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেন শহিদুজ্জামান সেলিম, এলিনা শাম্মী, ডনসহ অনেক।
‘লাল শাড়ি’ সিনেমাটিতে অভিনয়ের পাশাপাশি এটি প্রযোজনা করেন অপু বিশ্বাস। তানভীর আহমেদ সিডনীর কাহিনি ও সংলাপে সিনেমাটি নির্মাণ করেছেন বন্ধন বিশ্বাস। সিনেমাটিতে অপু বিশ্বাসের বিপরীতে অভিনয় করেন সাইমন সাদিক ও সুমিত। এ ছাড়া শহীদুজ্জামান সেলিম, আজম খান, রেবেকা সুলতানা, দোয়েল ম্যাশ, গৌতম সাহাসহ অনেকে অভিনয় করছেন। অপু-জয় চলচ্চিত্রের ব্যানারে সিনেমাটি নির্মাণের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে ৬৫ লাখ টাকা অনুদান পেয়েছেন অপু বিশ্বাস।