1. imran.vusc@gmail.com : প্রিয়আলো ডেস্ক : প্রিয়আলো ডেস্ক
  2. m.editor.priyoalo@gmail.com : Farhadul Islam : Farhadul Islam
  3. priyoalo@gmail.com : প্রিয়আলো ডেস্ক :
  4. imran.vus@gmail.com : Sabana Akter : Sabana Akter

মালিতে ব্যাপক বন্যা, জরুরি অবস্থা ঘোষণা

  • আপডেট সময় শনিবার, ২৪ আগস্ট, ২০২৪
  • ৩৫
Mali Flood 2408240751

পশ্চিম আফ্রিকার দেশ মালির অনেক অঞ্চল প্রায় তিন মাস ধরে বন্যকবলিত। বেড়েছে চলেছে নিহতের সংখ্যা। ভয়াবহ বন্যার কারণে দেশটিতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। দেশটির সরকার

শুক্রবার (২৩ আগস্ট) এই ঘোষণা দিয়েছে।

শনিবার (২৪ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি।

প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার (২৩ আগস্ট) মালির ক্রান্তিকালীন সরকারের সভাপতি কর্নেল আসিমি গোইতার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকের পর প্রকাশিত এক বিবৃতিতে এই সিদ্ধান্ত ঘোষণা করা হয়।

সরকারি বিবৃতিতে বলা হয়, ‘জুন মাসে বর্ষাকালের শুরু থেকে ২২ আগস্ট, ২০২৪ পর্যন্ত ১৭টি অঞ্চল এবং বামাকো জেলায় ১২২টি বন্যার ঘটনা রেকর্ড করা হয়েছে৷ এই বন্যায় ৭ হাজার ৭৭টি পরিবার বা ৪৭ হাজার ৩৭৪ জন ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে ১৪ হাজার ৪৫১ পুরুষ, ১৩ হাজার ৫৭৬ নারী এবং ১৯ হাজার ৩৪৭ শিশু রয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, ভয়াবহ এই বন্যায় ইতিমধ্যে ৩০ জনের মৃত্যু হয়েছে। অনেক এলাকায় ভূমিধস, বজ্রপাত ও প্রবল বাতাস অব্যাহত রয়েছে।

মালির মন্ত্রিসভা প্রয়োজনীয় খাবার মজুত করতে এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা করার জন্য ৪ বিলিয়ন সিএফএ ফ্রাঙ্ক (৭ মিলিয়ন ডলার) বরাদ্দ করেছে।

এ জাতীয় আরো খবর
© All rights reserved priyoalo.com © 2023.
Site Customized By NewsTech.Com
x