1. imran.vusc@gmail.com : প্রিয়আলো ডেস্ক : প্রিয়আলো ডেস্ক
  2. m.editor.priyoalo@gmail.com : Farhadul Islam : Farhadul Islam
  3. priyoalo@gmail.com : প্রিয়আলো ডেস্ক :
  4. imran.vus@gmail.com : Sabana Akter : Sabana Akter
শিরোনাম
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জাতীয় পার্টি রাহুল-শ্রদ্ধার ছবি ভাইরাল, ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা নিয়ে প্রশ্ন রাভিনার টেক্সাসে বন্যায় দীর্ঘ হচ্ছে লাশের সারি, নিহত বেড়ে ১০৪ ৩৫ শতাংশ শুল্কের কথা জানিয়ে অধ্যাপক ইউনূসকে ট্রাম্পের চিঠি উইন-উইন সমাধানে ওয়াশিংটনের সঙ্গে শুল্ক চুক্তিতে আগ্রহী ঢাকা: প্রেস সচিব ক্যান্সারের কাছে হার মানলেন জনপ্রিয় হলিউড অভিনেতা টানা ৯ দিন পানি ছাড়া কিছুই খান না নার্গিস শোহাদায়ে কারবালার স্মরণে জেনেভা ক্যাম্পে গাউছিয়া কমিটির ১০দিন ব্যাপী মাহফিল জাতীয় সেমিকন্ডাক্টর টাস্কফোর্সের চূড়ান্ত সুপারিশ প্রধান উপদেষ্টাকে হস্তান্তর জায়েদ খানের অতিথি তানজিন তিশা

মারা গেছেন আয়রন মেডেন গায়ক পল ডি’আনো

  • আপডেট সময় মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪
  • ৭৫
Img 20241022 154650

না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন আয়রন মেডেন গায়ক পল ডি’আনো। গত ২১ অক্টোবর ইংল্যান্ডে নিজের বাড়িতে মারা যান তিনি। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৬৬।

আমেরিকান গণমাধ্যম ফক্স নিউজকে গায়কের মৃত্যুর খবরটি নিশ্চিত করেন পল ডি’আনোর প্রতিনিধিরা। গায়কের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে তার পরিবারে। পাশাপাশি পল ডি’আনোর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন তার বন্ধু-বান্ধবসহ সহকর্মীরাও।

এক বিবৃতিতে গায়কের পরিবারের পক্ষ থেকে জানানো হয়, সাম্প্রতিক বছরগুলোতে গুরুতর স্বাস্থ্য সমস্যার কারণে হুইলচেয়ারে বসে গান গাইতেন পল ডি’আনো। এভাবেই বিশ্বজুড়ে তার ভক্তদের বিনোদন দিয়েছেন তিনি। ২০২৩ সাল থেকে ১০০ টিরও বেশি শো করেছেন। পল ডি’আনো মারা যাবার পর শোকস্তব্ধ তার পরিবার।

গায়কের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে ব্যান্ডের বর্তমান সদস্যরা বলেন, পল ডি’আনোর মৃত্যুতে ‘গভীরভাবে শোকাহত’ আমরা। তাকে ভীষণ মিস করবো আমরা। আয়রন মেডেনে তার অবদান ছিল অপরিসীম এবং আমরা প্রায় পাঁচ দশক ধরে ব্যান্ড হিসেবে যে পথে ধরে চলছি সে যাত্রায় আমাদের সেট করতে সাহায্য করেছিলেন তিনি।

প্রসঙ্গত, ১৯৫৮ সালের ১৯ মে পল ডি’আনো পূর্ব লন্ডনের চিংফোর্ডে জন্মগ্রহণ করেন। ১৯৭৮ থেকে ১৯৮১ সালের মধ্যে প্রথম ইংলিশ হেভি মেটাল ব্যান্ড ‘আয়রন মেডেন’র প্রধান গায়ক হিসেবে খ্যাতি কুড়িয়েছিলেন তিনি।

এ জাতীয় আরো খবর
© All rights reserved priyoalo.com © 2025.
Site Customized By NewsTech.Com