মানবতাবিরোধী অপরাধে বাগেরহাট ও খুলনার ৯ জনের বিরুদ্ধে রায় স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার (৯ নভেম্বর) এ রায় স্থগিতের আদেশ দেন আদালত। পরবর্তী রায়ের তারিখ নির্ধারণ করা হয়েছে ৩০ নভেম্বর।
বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আজ এই রায় ঘোষণা করার কথা ছিল। কিন্তু পলাতক আসামী সুলতান খান মারা যাওয়ায় রায় ঘোষিত হয়নি।
এ মামলায় ৯ আসামির মধ্যে ৬০ বছর বয়সী খান আকরাম হোসেন, ৬২ বছর বয়সী শেখ মোহম্মদ উকিল উদ্দিন, ৭৯ বছর বয়সী মো. মকবুল মোল্লা কারাবন্দি। বাকি আসামিরা পলাতক। আসামিদের বিরুদ্ধে সাতটি অভিযোগ আনা হয়।
২০১৭ সালের ৩১ মে আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ আমলে নেয়া হয়। পরে চার্জ গঠনের মাধ্যমে বিচার শুরু হয়। দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রাখা হয়।