1. imran.vusc@gmail.com : প্রিয়আলো ডেস্ক : প্রিয়আলো ডেস্ক
  2. m.editor.priyoalo@gmail.com : Farhadul Islam : Farhadul Islam
  3. priyoalo@gmail.com : প্রিয়আলো ডেস্ক :
  4. imran.vus@gmail.com : Sabana Akter : Sabana Akter

মনিপুরে ড্রোন ও রকেট হামলায় নিহত ৬

  • আপডেট সময় রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ৫২
Moniopur

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে ড্রোন ও রকেট হামলার ঘটনায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। জিরিবাম ও বিষ্ণুপুর জেলায় দফায় দফায় হামলায় অন্তত ৬ জন নিহত ও কয়েকজন আহত হয়েছেন। খবর এনডিটিভি’র।

শুক্রবার (৬ সেপ্টেম্বর) রাতে বিষ্ণুপুর ও ইম্ফল পূর্ব জেলার আকাশে বহু ড্রোন দেখা যায়, যা জনমনে আতঙ্ক সৃষ্টি করে। পরিস্থিতি এমন দাঁড়ায় যে, বাসিন্দারা বাড়ির লাইট বন্ধ করে দেন এবং কেউ বাইরে বের হতে সাহস পাননি।

বিদ্রোহীরা ইম্ফল পশ্চিম জেলার ২টি স্থানে বোমা ফেলে। এছাড়া, বিষ্ণুপুরের বিভিন্ন স্থানে ফাঁকা গুলি ছোড়া হয়। এতে আতঙ্ক আরও বেড়ে যায়।

এর আগে, বিচ্ছিন্নতাবাদীরা মণিপুরের প্রথম মুখ্যমন্ত্রীর বাসভবনে রকেট হামলা চালায়। হামলায় একজন নিহত এবং ৬ জন আহত হন। নিরাপত্তা বাহিনী চুরাচাঁদপুর জেলায় বিদ্রোহীদের ৩টি বাঙ্কার ধ্বংস করে।

মণিপুরের চলমান সংঘাতে এটিই প্রথমবার ড্রোন ও রকেট হামলা ব্যবহার করা হলো। এর আগে গত ১ সেপ্টেম্বর ড্রোন থেকে বোমা নিক্ষেপের ঘটনা ঘটে। গত বছরের মে মাসে মেইতে ও কুকি-জো সম্প্রদায়ের মধ্যে সহিংসতা শুরু হয়, যার ফলে ২ শতাধিক মানুষ নিহত এবং ৫০ হাজার মানুষ বাস্তুচ্যুত হন।

নতুন এই সংঘাতের ফলে রাজ্যের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে এবং নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে।

এ জাতীয় আরো খবর
© All rights reserved priyoalo.com © 2023.
Site Customized By NewsTech.Com
x