নির্বাচনের পর বিএনপির কোমর ভেঙে গেছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। বলেন, তারা (বিএনপি) আবারও কোমর সোজা করে দাঁড়াবে সেটিই প্রত্যাশা।
মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) বাংলা একাডেমিতে নির্বাচিত বইগুলোর মোড়ক উন্মোচন শেষে এ কথা বলেন তিনি।
বিএনপি নিয়মতান্ত্রিক আন্দোলনের মধ্যেই থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করে এ সময় হাছান মাহমুদ বলেন, আবারও সহিংসতার ঘটনা ঘটলে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।
রোহিঙ্গা অনুপ্রবেশের প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, আগেই অনেক রোহিঙ্গাকে আশ্রয় দেয়া হয়েছে। এখন নতুন করে আর কাউকে আশ্রয় দেয়া সম্ভব নয়।
এর আগে, আজ মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও এলেসান্দ্রো। এ সময় বৈধ উপায়ে ইতালিতে আরও বাংলাদেশি নেয়ার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন আন্তোনিও এলেসান্দ্রো।