1. citymelaltd@gmail.com : আবু হেনা : আবু হেনা
  2. foysalmahmudbd9@gmail.com : ফয়সাল মাহমুদ : ফয়সাল মাহমুদ
  3. imran.vusc@gmail.com : প্রিয়আলো ডেস্ক : প্রিয়আলো ডেস্ক
  4. kkomol296@gmail.com : kamrul Hossain : kamrul Hossain
  5. m.editor.priyoalo@gmail.com : Farhadul Islam : Farhadul Islam
  6. nurulimran26@gmail.com : নুরুল ইমরান : নুরুল ইমরান
  7. priyoalo@gmail.com : প্রিয়আলো ডেস্ক :
ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য লাইভে এসে সাহায্য চাইলেন এমবাপ্পে - প্রিয় আলো

ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য লাইভে এসে সাহায্য চাইলেন এমবাপ্পে

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২ মার্চ, ২০২৩
  • ৩৭
Kylian-Mbappe

তুরস্ক ও সিরিয়ার মধ্যবর্তী বর্ডারের কাছে হওয়া ভয়াবহ ভূমিকম্পে ৫০ হাজারের মতো মানুষ প্রাণ হারিয়েছেন। নিখোঁজ আছেন অনেকেই।

এমন অবস্থায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য সহযোগিতা চেয়ে বিভিন্নভাবে সংবাদ প্রচার করা হচ্ছে। তেমনই এক লাইভ অনুষ্ঠানে পূর্ব পরিকল্পনা ছাড়াই হাজির হয়েছেন কিলিয়ান এমবাপ্পে।

তুরস্কের এক চ্যানেলে ভূমিকম্প দুর্গতদের জন্য সহায়তা চেয়ে প্রচারিত হচ্ছিল একটি লাইভ অনুষ্ঠান। সেখানের হুট করেই চলে আসেন এমবাপ্পে, এক ভিডিও বার্তার মাধ্যমে অনুষ্ঠানটিতে যুক্ত হোন তিনি। এই বিষয়ে জানতেন না অনুষ্ঠানের সঞ্চালকও, তাই চমকে যেতে দেখা যায় তাকেও।

ফরাসি এই তারকা ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে সবাইকে অনুরোধ জানিয়েছেন। তিনি নিজে যতোটুকু সম্ভব করা যায় করছেন উল্লেখ করে বলেন, ‘এই দুর্যোগের মুহূর্তে আমাদের সকলকে এক হতে হবে। সবাই সাহায্য করার জন্য এগিয়ে আসুন। আমি আমার জায়গা থেকে যা যা করা যায় তা করছি।’

তুরস্কের জন্য ফুটবলের সাথে জড়িত সকলকে এগিয়ে আসতে আহ্বান জানান কাতার বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার জেতা এমবাপ্পে।

তিনি বলেন, ‘ফুটবল বিশ্বকে অবশ্যই এগিয়ে আসতে হবে। আমি বাচ্চাদের দায়িত্ব নিয়েছি। আমি সবসময়ই এই ধরনের কাজে থাকি। আশা করছি বাচ্চাদের মুখে আবারো হাসি ফোটাতে পারব।’

তুরস্কের একটি সংগঠনের হয়ে এই অনুষ্ঠানে নিজের উপস্থিতি জানান দেন ২৪ বছর বয়সী ফরাসি তারকা। ‘শোল্ডার বাই শোল্ডার’ নামের এই সংগঠনটি তুরস্কের ফুটবল ফেডারেশন দ্বারা অনুমোদিত। তাদের সঙ্গে কাজ করতে পেরে নিজেকে গর্বিত মনে হয়েছে এমবাপ্পের।

তিনি বলেন, ‘তুরস্কের মানুষকে সাহায্য করতেই এই আয়োজন। এটির অংশ হতে পেরে আমার খুবই ভালো লাগছে। এমন একটি মহৎ উদ্যোগের সঙ্গে থাকতে পেরে আমি গর্বিত।’

লাইভ অনুষ্ঠানে কথা বলা শেষে নিজের অফিশিয়াল টুইটার অ্যাকাউন্টে তুরস্কের পতাকাসহ আরো কয়েকটি ইমোজি দিয়ে একটি পোস্ট করেন কিলিয়ান এমবাপ্পে।

সূত্র : গোল ডটকম, আনাদুলু অ্যাজেন্সি

আইকে

এ জাতীয় আরো খবর
© All rights reserved priyoalo.com © 2022.
Site Customized By NewsTech.Com
x