মাঘের শেষ দিন আজ। এর মধ্যেই গাছে গাছে নতুন পাতা। প্রকৃতিতে ফুটছে নানান ফুল। এসবই জানিয়ে দিচ্ছে বসন্তের আগমনী। আগামীকাল বুধবার (১৪ ফেব্রুয়ারি) পহেলা বসন্তের সঙ্গে সঙ্গে বিশ্ব ভালোবাসা দিবসও। নানা আয়োজনে দিনজুড়ে থাকবে উৎসবের আমেজ।
তবে এর ভেতর আবহাওয়া অফিস জানিয়েছে, পহেলা ফাল্গুন আর ভালোবাসার দিনে হয়তো বৃষ্টি দিবে ভিন্ন আমেজ।
ভালোবাসা দিবসে (১৪ ফেব্রুয়ারি) দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে। তার আগে আকাশ আংশিক মেঘলা থাকবে। যশোর ও কুষ্টিয়া অঞ্চলসহ দেশের ৫ বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি এবং কিছু স্থানে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু স্থান রয়েছে এই তালিকায়।
এছাড়া দেশের আরও কিছু জায়গায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ শুষ্ক থাকতে পারে সারাদিনের আবহাওয়া। এছাড়া ভোরের দিকে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।