ভক্তদের সারপ্রাইজ দিতে গান শোনাতে ভারতের রাস্তায় নামেন বিশ্বখ্যাত পপস্টার এড শিরান। গায়কের গান শুনে ভক্তরা মুগ্ধ হলেও স্থানীয় পুলিশদের মুগ্ধ করতে ব্যর্থ হন সংগীতশিল্পী।
জি নিউজের প্রতিবেদনে বলা হয়, বর্তমানে বেঙ্গালুরুতে অবস্থান করছেন এড শিরান। সেখানে ভক্তদের জন্য একটি ছোটো জ্যামিং সেশন আয়োজন করেন চার্চ স্ট্রিটে।
তবে গান শুরু করার কিছু সময় পরই স্থানীয় পুলিশ একে থামিয়ে দেন। পুলিশের নির্দেশে মাইক বন্ধ করে গান চলতে দেওয়া হয়নি, যা দেখে শিরান কিছুটা বিব্রত এবং বিরক্ত হয়েছিলেন।
এ ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে গেছে এবং এতে ভক্তরা পুলিশি কর্মকাণ্ডের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন।
গত বছর ভারত সফর করে ভক্তদের মাতিয়েছিলেন এড শিরান, আর এবারও ভারতের বিভিন্ন শহরে কনসার্টে অংশ নিচ্ছেন। ৫ ফেব্রুয়ারি চেন্নাইয়ের কনসার্ট শেষ করে ৮ ফেব্রুয়ারি বেঙ্গালুরুতে গান গেয়েছেন। ১২ ফেব্রুয়ারি শিলং এবং ১৫ ফেব্রুয়ারি দিল্লিতে কনসার্টের মাধ্যমে তার ভারত সফর শেষ হবে।
এড শিরান ‘পারফেক্ট’ গান দিয়ে জনপ্রিয়তা পেয়েছেন এবং তার গান ভারতীয় ভক্তদের মাঝে বেশ জনপ্রিয়।