1. imran.vusc@gmail.com : প্রিয়আলো ডেস্ক : প্রিয়আলো ডেস্ক
  2. m.editor.priyoalo@gmail.com : Farhadul Islam : Farhadul Islam
  3. priyoalo@gmail.com : প্রিয়আলো ডেস্ক :
  4. imran.vus@gmail.com : Sabana Akter : Sabana Akter

ভারতে নির্মাণাধীন সেতু ধসে নিহত ১, আটকা প্রায় অর্ধশত

  • আপডেট সময় শুক্রবার, ২২ মার্চ, ২০২৪
  • ৯২
India 1024x576

ভারতের বিহারে নির্মাণাধীন দেশের দীর্ঘতম সেতু ধসে একজন নিহত ও নয়জন আহত হয়েছেন।

শুক্রবার (২২ মার্চ) সকালে এ দুর্ঘটনা ঘটে। খবর হিন্দুস্তান টাইমস ও এনডিটিভির।

হিন্দুস্তান টাইমস’র প্রতিবেদন অনুযায়ী প্রাথমিক ভাবে জানা গেছে, নির্মাণাধীন ওই সেতুর ৫০ নম্বর পিলার, ৫১ নম্বর পিলার ও ৫২ নম্বর পিলারের গার্ডার ভেঙে পড়েছে। যার নিচে কমপক্ষে ৪০ জন আটকে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে। এনডিটিভি এ সংখ্যা বলছে ৩০।

প্রতিবেদনে কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে, যখন সেতুর একাংশ ভেঙে পড়ে, তখন ৪০ জন শ্রমিক কাজ করছিলেন। যদিও সরকারিভাবে আপাতত সে বিষয়ে এখনও কিছু জানানো হয়নি। তবে, দুর্ঘটনার পরই স্থানীয়দের সহায়তায় কর্তৃপক্ষ উদ্ধার কাজ শুরু করে।

সুপৌল জেলা প্রশাসক কৌশল কুমার ভারতীয় এক গণমাধ্যমকে জানিয়েছে, আপাতত একজনের মৃত্যুর খবর মিলেছে। আহত হয়েছে কমপক্ষে নয় জন। আহতদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।

এ জাতীয় আরো খবর
© All rights reserved priyoalo.com © 2023.
Site Customized By NewsTech.Com
x