1. imran.vusc@gmail.com : প্রিয়আলো ডেস্ক : প্রিয়আলো ডেস্ক
  2. m.editor.priyoalo@gmail.com : Farhadul Islam : Farhadul Islam
  3. priyoalo@gmail.com : প্রিয়আলো ডেস্ক :
  4. imran.vus@gmail.com : Sabana Akter : Sabana Akter

ভারতে কেমিক্যাল কারখানায় বিস্ফোরণ, নিহত ৫

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০২৪
  • ১২৯
Telenggana Blust

ভারতের তেলেঙ্গানায় একটি রাসায়নিক কারখানায় পারমাণবিক চুল্লি বিস্ফোরণে অন্তত ৫ জন নিহত হয়েছেন। বুধবার (৩ মার্চ) সাঙ্গারেডি এলাকার একটি রাসায়নিক কারখানার চুল্লিতে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। জানিয়েছে দেশটির গণমাধ্যম এনডিটিভি।

এ দুর্ঘটনায় আহত অন্তত ১০ জন। ৮ থেকে ১০ জন এখনও আটকা পড়ে আছেন বলে জানা গেছে। এতে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

কর্তৃপক্ষ জানায়, হঠাৎ দুটি চুল্লির একটিতে বিস্ফোরণ হয়। এতে ধসে পড়ে কারখানার একাংশ। ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে বেশ কয়েকজন। শঙ্কা দেখা দেয় পাশের চুল্লি বিস্ফোরণের।

দুর্ঘটনার সময় কারখানাটিতে ৫০ জন শ্রমিক কর্মরত ছিলেন। তাদের উদ্ধারে দ্রুত কাজ শুরু করে কর্তৃপক্ষ। তেজস্ক্রিয়তা ছড়ানোর শঙ্কায় আশেপাশের এলাকা থেকে বাসিন্দাদের সরিয়ে নেয়া হয়। দুর্ঘটনার কারণ জানতে চলছে তদন্ত।

এ জাতীয় আরো খবর
© All rights reserved priyoalo.com © 2023.
Site Customized By NewsTech.Com
x