1. imran.vusc@gmail.com : প্রিয়আলো ডেস্ক : প্রিয়আলো ডেস্ক
  2. priyoalo@gmail.com : প্রিয়আলো ডেস্ক :
  3. imran.vus@gmail.com : Sabana Akter : Sabana Akter

ভারতকে জরিমানা

  • আপডেট সময় বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ৫৬

অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্বকাপ ম্যাচে স্লো ওভার রেটের কারণে জরিমানা গুনতে হচ্ছে ভারতের নারী দলকে। বিশাখাপত্তনমে ১২ অক্টোবর অনুষ্ঠিত সেই ম্যাচে হারমানপ্রীত কৌরের দল নির্ধারিত সময়ের মধ্যে লক্ষ্য পূরণে এক ওভার পিছিয়ে পড়েছিল।

ম্যাচে প্রথমে ব্যাট করে ৩৩০ রান তুলেছিল ভারত, কিন্তু সেই বিশাল সংগ্রহও টিকিয়ে রাখতে পারেনি তারা। অস্ট্রেলিয়া জিতেছে তিন উইকেটে, হাতে ছিল ছয় বল।

ওভার রেটের অভিযোগের বিষয়ে কোনো আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি। কারণ, ভারত অধিনায়ক হারমানপ্রীত কৌর অভিযোগ স্বীকার করেছেন এবং ম্যাচ রেফারির প্রস্তাবিত শাস্তি মেনে নিয়েছেন। ফলে দলকে ম্যাচ ফি’র ৫ শতাংশ জরিমানা করা হয়েছে।

আইসিসির আচরণবিধি অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে প্রতি ওভার কম বল করলে খেলোয়াড়দের প্রতি ওভারের জন্য ম্যাচ ফি’র ৫ শতাংশ করে জরিমানা করা হয়।

বর্তমানে পয়েন্ট টেবিলে ভারত রয়েছে চতুর্থ স্থানে। লিগ পর্বে প্রথম দুই ম্যাচে জয় পেলেও দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার বিপক্ষে হেরেছে তারা। আগামী রবিবার ইন্দোরে ইংল্যান্ডের বিপক্ষে তাদের পরবর্তী ম্যাচ।

এ জাতীয় আরো খবর
© All rights reserved priyoalo.com © 2025.
Site Customized By NewsTech.Com