1. imran.vusc@gmail.com : প্রিয়আলো ডেস্ক : প্রিয়আলো ডেস্ক
  2. m.editor.priyoalo@gmail.com : Farhadul Islam : Farhadul Islam
  3. priyoalo@gmail.com : প্রিয়আলো ডেস্ক :
  4. imran.vus@gmail.com : Sabana Akter : Sabana Akter
শিরোনাম
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জাতীয় পার্টি রাহুল-শ্রদ্ধার ছবি ভাইরাল, ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা নিয়ে প্রশ্ন রাভিনার টেক্সাসে বন্যায় দীর্ঘ হচ্ছে লাশের সারি, নিহত বেড়ে ১০৪ ৩৫ শতাংশ শুল্কের কথা জানিয়ে অধ্যাপক ইউনূসকে ট্রাম্পের চিঠি উইন-উইন সমাধানে ওয়াশিংটনের সঙ্গে শুল্ক চুক্তিতে আগ্রহী ঢাকা: প্রেস সচিব ক্যান্সারের কাছে হার মানলেন জনপ্রিয় হলিউড অভিনেতা টানা ৯ দিন পানি ছাড়া কিছুই খান না নার্গিস শোহাদায়ে কারবালার স্মরণে জেনেভা ক্যাম্পে গাউছিয়া কমিটির ১০দিন ব্যাপী মাহফিল জাতীয় সেমিকন্ডাক্টর টাস্কফোর্সের চূড়ান্ত সুপারিশ প্রধান উপদেষ্টাকে হস্তান্তর জায়েদ খানের অতিথি তানজিন তিশা

ভক্তের যে স্বপ্ন পূরণ করলেন বলিউড কিং

  • আপডেট সময় সোমবার, ৪ নভেম্বর, ২০২৪
  • ৪২
205056 Sharukh

এক-দুই দিন নয়, টানা ৯৫ দিন বলিউড কিং শাহরুখের সঙ্গে দেখা করবেন বলে মুম্বাইয়ে ‘মান্নাত’ এর সামনে অপেক্ষা করছিলেন ঝাড়খণ্ডের এক যুবক। আশা, একবার প্রিয় অভিনেতার সঙ্গে দেখা করবেন তিনি।

অনেকেই ভেবেছিলেন, শাহরুখের বাসার বাইরে অপেক্ষা করা সেই ভক্তের আশা আর বুঝি পূরণ হবে না। কিন্তু সেই অনুরাগীর স্বপ্নপূরণ করলেন শাহরুখ। তার সঙ্গে দেখা তো করলেনই, পাশাপাশি একসঙ্গে ছবিও তুলেছেন অভিনেতা। সেই ছবি ইতোমধ্যে সামাজিক মাধ্যমে ভাইরাল।

সূত্রের খবর, ওই অনুরাগী ঝাড়খণ্ডে নিজের প্রতিষ্ঠান বন্ধ করে সোজা পাড়ি জমান শাহরুখের বাসার নিচে। তারপর শুরু হয় অপেক্ষার পালা। টানা ৯৫ দিন অবস্থান করেন সেখানে।

যদিও সামাজিক মাধ্যমে এ ঘটনার বহু ভিডিও ও ছবি প্রকাশ হয়েছে। তাতে দেখা গেছে সেই অনুরাগী কতটা অক্লান্ত পরিশ্রমে চেষ্টা করেছেন শাহরুখকে দেখার জন্য। হাতে একটা পোস্টার নিয়ে একেকটা দিন অতিক্রান্ত হয়েছে।

গত ২ নভেম্বর ছিল শাহরুখের জন্মদিন। এরপর একাধিক সংবাদমাধ্যমে ওই ব্যক্তির খবর ছড়িয়ে পড়ে। তার পরেই নড়েচড়ে বসে শাহরুখের টিম।

অনুরাগীদের অনুরোধ রাখতে সব সময়ই যথাসাধ্য চেষ্টা করেন শাহরুখ। এবারও খবর পেয়ে চুপ থাকেনন বলিউড বাদশাহ। মান্নাতের বাইরে অপেক্ষা করা সেই ভক্তকে ভেতরে ডেকে নেন কিং খান। তার সঙ্গে ছবিও তোলেন। সেই ছবি দেখেই শাহরুখের প্রশংসা করেছেন তার ভক্তরা। তাদের একাংশের দাবি, শাহরুখ কখনওই তার অনুরাগীদের কষ্ট দিতে চান না। ঝাড়খণ্ডের অনুরাগীর সঙ্গে দেখা করে আরও একবার সেই বার্তাই দিলেন নায়ক।

সূত্র : আনন্দবাজার

এ জাতীয় আরো খবর
© All rights reserved priyoalo.com © 2025.
Site Customized By NewsTech.Com