1. citymelaltd@gmail.com : আবু হেনা : আবু হেনা
  2. foysalmahmudbd9@gmail.com : ফয়সাল মাহমুদ : ফয়সাল মাহমুদ
  3. imran.vusc@gmail.com : প্রিয়আলো ডেস্ক : প্রিয়আলো ডেস্ক
  4. kkomol296@gmail.com : kamrul Hossain : kamrul Hossain
  5. m.editor.priyoalo@gmail.com : Farhadul Islam : Farhadul Islam
  6. nurulimran26@gmail.com : নুরুল ইমরান : নুরুল ইমরান
  7. priyoalo@gmail.com : প্রিয়আলো ডেস্ক :
ব্রুনাই থেকে গ্যাস আনতে চাচ্ছে সরকার - প্রিয় আলো

ব্রুনাই থেকে গ্যাস আনতে চাচ্ছে সরকার

  • আপডেট সময় শুক্রবার, ১১ নভেম্বর, ২০২২
  • ৭১
Lng

ব্রুনাই থেকে দীর্ঘ মেয়াদে গ্যাস আনতে চাচ্ছে সরকার। এ জন্য ব্রুনাইয়ে প্রতিনিধিদল পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

আজ শুক্রবার রাজধানীর বারিধারায় নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন প্রতিমন্ত্রী নসরুল।

নসরুল হামিদ বলেন, ‘ব্রুনাইতে টিম পাঠাচ্ছি। দীর্ঘমেয়াদি গ্যাস কীভাবে নিয়ে আসা যায়, সে বিষয়ে তাদের নিমন্ত্রণের অপেক্ষায় আছি। এখন তো সব জায়গায় সংকট। যে যেভাবে পাচ্ছে সেভাবেই নেওয়ার চেষ্টা করছে। ব্রুনাইয়ে যাওয়ার প্রস্তুতিও শেষ হয়েছে। আমাদের কী প্রয়োজন, সেটা জানিয়েছি।’

দেশের সমুদ্র থেকে গ্যাস তোলার বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘সাগর থেকে গ্যাস তোলার জন্য দুবার টেন্ডার দেওয়া হয়েছে। ডিসেম্বর-জানুয়ারিতে আবারও টেন্ডার দেওয়া হবে। সাগর থেকে গ্যাস তোলা কষ্টসাধ্য। বিনিয়োগ করেও সফলতা পাওয়ার শতভাগ সম্ভাবনা থাকে না। বাপেক্সকে দিয়ে এটা করা যাবে না। তবে বাপেক্স বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তি করে কাজ করতে পারে।’

সৌদি আরব থেকে গ্যাস কেনা হবে জানিয়ে নসরুল হামিদ বলেন, ‘বৃহস্পতিবার সৌদি রাষ্ট্রদূতেরর সঙ্গে আলোচনা হয়েছে, তাদের মন্ত্রী আসছেন। ২০২৮-২৯ সাল নাগাদ সৌদি আরব থেকে গ্যাস নিতে পারব। আমাদের এখানে সোলারের ক্ষেত্রেও বড় বিনিয়োগ করার সিদ্ধান্ত হয়েছে। গ্যাসের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনের ব্যাপারেও কথা হয়েছে।’

এ জাতীয় আরো খবর
© All rights reserved priyoalo.com © 2023.
Site Customized By NewsTech.Com
x