বিনোদন জগতে অনবদ্য অবদান রাখায় বলিউড পরিচালক করণ জোহরকে বিশেষ সম্মাননা জানাবে ব্রিটিশ পার্লামেন্ট।
আগামীকাল মঙ্গলবার (২০ জুন) ব্রিটিশ পার্লামেন্টে লর্ডস ও সংসদ সদস্যদের উপস্থিতিতে তার হাতে সম্মাননা তুলে দেয়া হবে। খবর টাইমস অব ইন্ডিয়ার।
এ বছরই করণের বিনোদন দুনিয়ায় ২৫ বছর পূর্ণ হবে। তার পরিচালনা ও প্রযোজনায় অসংখ্য সুপারহিট ছবি দর্শক উপহার পেয়েছেন।
বর্তমানে করণ লন্ডনে তার দুই সন্তান রুহি ও যশকে নিয়ে ছুটি কাটাচ্ছেন। এ বিষয়ে জানতে চাওয়া হলে তিনি তেমন আগ্রহ না দেখিয়ে বলেন, তিনি এ নিয়ে খুব বেশি কথা বলতে চাননা। তবে বলেন, আমি মনে করি আমাকে সম্মাননা জানানোর মতো এখনও কিছু করতে পারিনি। আমি মনে করি, আমার চেয়ে আরও গুণি পরিচালক আছেন।