1. imran.vusc@gmail.com : প্রিয়আলো ডেস্ক : প্রিয়আলো ডেস্ক
  2. m.editor.priyoalo@gmail.com : Farhadul Islam : Farhadul Islam
  3. priyoalo@gmail.com : প্রিয়আলো ডেস্ক :
  4. imran.vus@gmail.com : Sabana Akter : Sabana Akter

বৃহস্পতিবার থেকে সব পোশাক কারখানা খোলা থাকবে: বিজিএমইএ

  • আপডেট সময় বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩৭
Bgmea 1

রাতেই আশুলিয়া ও আশেপাশের এলাকায় কঠোর অভিযান পরিচালনা করবে আইনশৃঙ্খলা বাহিনী। এই আশ্বাসের প্রেক্ষিতে আগামীকাল বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) কারখানা খোলা রাখবেন পোশাক খাতের উদ্যোক্তারা।

আজ বুধবার বিকেলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) নেতাদের সাথে বৈঠকে এমন সিদ্ধান্ত হয়েছে। বৈঠকের পর বিজিএমইএ ভবনে ‘পোশাক খাতে বিরাজমান শ্রম পরিস্থিতি’ বিষয়ে জরুরি সংবাদ সম্মেলনে তা নিশ্চিত করা হয়।

এ নিয়ে ব্রিফিংয়ে সংগঠনটির সভাপতি খন্দকার রফিকুল ইসলাম বলেন, কারখানা খোলা রেখেই সমস্যা সমাধান করতে চায় বিজিএমইএ। অভ্যন্তরীণ সমস্যা নেই। বহিরাগতদের চিহ্নিত করে ব্যবস্থা নেয়ার দায়িত্ব আইনশৃঙ্খলা বাহিনীর। এ ব্যাপারে ত্বরিত ব্যবস্থা গ্রহণ করা হবে বিজিএমইএ আশাবাদী।

তিনি জানিয়েছেন, কারখানার নিরাপত্তা নিশ্চিতে জোনভিত্তিক কমিটি গঠন করা হয়েছে। যারা আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সমন্বয় করবে।

নির্ধারিত সময়ে শ্রমিকরা বেতন পাবেন বলেও খন্দকার রফিকুল ইসলাম এ সময় উল্লেখ করেন। মজুরি নিয়ে শ্রমিকরা কোনো দাবি জানায়নি বলেও জানান।

এ জাতীয় আরো খবর
© All rights reserved priyoalo.com © 2023.
Site Customized By NewsTech.Com
x