বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়-বুয়েটে ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক শ্রেণির চূড়ান্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে আজ শনিবার (১০ জুন)। সকাল ১০টায় বুয়েটের মূল ক্যাম্পাসে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এ বছর মোট ৩ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরবর্তীতে আগামী ২৬ জুন বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে নির্বাচিত ও অপেক্ষমান প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করা হবে।
এর আগে, গত ২০ মে প্রাক নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরবর্তীতে গত ২২ মে বিশ্ববিদ্যালয়টির ওয়েবসাইটে প্রাক নির্বাচনী পরীক্ষায় উত্তীর্ণ ৩ হাজার শিক্ষার্থীর তালিকা প্রকাশ করা হয়।