1. imran.vusc@gmail.com : প্রিয়আলো ডেস্ক : প্রিয়আলো ডেস্ক
  2. priyoalo@gmail.com : প্রিয়আলো ডেস্ক :
  3. imran.vus@gmail.com : Sabana Akter : Sabana Akter

বিশ্ব মিডিয়ায় সীতাকুণ্ডের অগ্নিকাণ্ড, দেশের শিল্প নিরাপত্তা প্রশ্নবিদ্ধ

  • আপডেট সময় রবিবার, ৫ জুন, ২০২২
  • ২২৯

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ডের খবরটি বিশ্ব গণমাধ্যম বেশ গুরুত্বের সঙ্গে প্রচার করছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এটিকে লিড নিউজ করেছে। এ ছাড়া কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা সেকেন্ড লিডে রেখেছে।

রয়টার্স, সিএনএন, দ্য গার্ডিয়ান, ডেইলি মেইল, দ্য ডন, ‍সিনহুয়া, এনডিটিভি, ইন্ডিয়া টুডে, নিউইয়র্ক টাইমসসহ বিশ্বের গুরুত্বপূর্ণ প্রত্যেকটি সংবাদমাধ্যম এই অগ্নিকাণ্ডকে ভয়াবহ বলে উল্লেখ করেছে।

গতকাল শনিবার রাত ৯টার দিকে সীতাকুণ্ডের ভাটিয়ারী এলাকার বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

জানা যায়, ডিপোতে শত শত হাইড্রোজেন পার অক্সাইডের ড্রাম ছিল। আগুন লাগার পর একের পর ড্রাম বিস্ফোরিত হচ্ছে। ৩০ কেজির এসব ড্রামে লেখা আছে, ৬০ শতাংশ হাইড্রোজেন পার অক্সাইড।

নিহত বেড়ে ৪৯ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে ফায়ার সার্ভিস কর্মী রয়েছে ৮ জন। আহত আছেন কয়েক শ। নিহত ও আহতের সংখ্যা বেড়েই চলেছে।

ঘটনাস্থলে আগুন নেভাতে এবং উদ্ধার কাজে ফায়ার সার্ভিসের পাশাপাশি সেনাবাহিনী, রোভার স্কাউট, রেড ক্রিসেন্টসহ স্থানীয় বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন কাজ করে যাচ্ছে।

সিএনএন বলছে, এশিয়ায় কয়েক বছরের মধ্যে এটি ভয়াবহ শিল্প দুর্ঘটনা। গতবছর ডিসেম্বরে বাংলাদেশে ৩৮ জন মানুষ মারা গিয়েছিল লঞ্চ দুর্ঘটনায়। এর কয়েক মাস আগে ৫২ জন মারা গিয়েছিল এবং ৫০ জন আহত হয়েছিল রূপগঞ্জের জুস ফ্যাক্টরিতে।

বিবিসি বলছে, বাংলাদেশ এশিয়ার অন্যতম এবং এখন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক। কিন্তু তারা নিরাপত্তা বিধিগুলো উপেক্ষা করে বা খারাপভাবে প্রয়োগ করে। যার ফলে গত কয়েক বছরে এ ধরনের ভয়াবহ ঘটনা বেড়েই চলেছে।

রয়টার্স বলছে, মৃত্যু ও আহতের সংখ্যা বাড়ছে। সাম্প্রতিক ঘটনা দেশটির দুর্বল শিল্প নিরাপত্তার রেকর্ড তুলে ধরেছে।

এ জাতীয় আরো খবর
© All rights reserved priyoalo.com © 2025.
Site Customized By NewsTech.Com