1. imran.vusc@gmail.com : প্রিয়আলো ডেস্ক : প্রিয়আলো ডেস্ক
  2. priyoalo@gmail.com : প্রিয়আলো ডেস্ক :
  3. imran.vus@gmail.com : Sabana Akter : Sabana Akter

বিরল ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেলেন জনপ্রিয় গায়িকা

  • আপডেট সময় মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫
  • ৪২

ফুসফুসে কখন মারণরোগ বাসা বেঁধেছে তা টের পাননি ব্রাজিলের জনপ্রিয় গায়িকা ভেনেসা রিওস। শ্বাসকষ্ট, কাশি প্রায়ই ভোগাত গায়িকাকে। তাই নিয়েই মঞ্চ কাঁপাতেন তিনি। পরে ধরা পড়ে, ফুসফুসের কোষে কোষে ছড়িয়ে পড়েছে ক্যান্সার। কুরে কুরে খাচ্ছে শ্বাসনালিকে। ফুসফুসের ক্যান্সারের সাথে লড়াই করে ৪২ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমান ভেনেসা রিওস।

ব্রাজিলের রেসিফের একটি বেসরকারি হাসপাতালে অক্টোবরের শেষে তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে ভক্তরা গভীর শোকে স্তব্ধ।

অসুস্থতার সাথে লড়াই করার সময়ও, ভেনেসা তার চিকিৎসকের অনুমতি নিয়ে গান গাইতে এবং পরিবেশন করতে থাকেন। ভক্তরাও তার সাহসের প্রশংসা করেছেন।

সেপ্টেম্বরের শেষের দিকে, তিনি ইনস্টাগ্রামে ভালোবাসা, সমর্থন এবং পরিবার সম্পর্কে একটি শেষ আবেগঘন বার্তা শেয়ার করেছিলেন। তিনি লিখেছিলেন, আমাদের জীবনে কী আছে তা গুরুত্বপূর্ণ নয়, বরং আমাদের জীবনে কে আছে তা গুরুত্বপূর্ণ।

অনেক ভক্ত এখন সেই পোস্টের নীচে মন্তব্য করছেন। তারা গায়িকার অসামান্য অবদানের জন্য তাকে ধন্যবাদ জানান।

ভেনেসা রিওসের মৃত্যু ব্রাজিলের সঙ্গীত জগতে গভীর শোকের ছায়া ফেলেছে। তাকে কেবল তার কণ্ঠের জন্যই নয়, তার হৃদয়ের জন্যও স্মরণ করা হয়।

ভেনেসা যে ক্যান্সারে ভুগছিলেন তার নাম পালমোনারি সাইনোভিয়াল সারকোমা। এটি কোন সাধারণ ক্যানসার নয়। ফুসফুসের এমন এক বিরল ধরনের ক্যানসার, যা বিশ্বে মাত্র ০ দশমিক ৫ শতাংশ মানুষের হয়। এমন ক্যানসার দ্রুত ছড়িয়ে পড়ে এবং রোগ অন্তিম পর্যায়ে পৌঁছে গেলে রোগীকে বাঁচানো প্রায় অসম্ভব হয়ে পড়ে।

সাইনোভিয়াল সারকোমা তরুণদের বেশি হয়। সাধারণত ত্রিশ বছর বা তার নীচের পুরুষ ও নারীরা এ রোগে আক্রান্ত হন, তবে শিশু ও কিশোর বয়সেও এই ক্যানসার হতে পারে। ব্রাজিলের এই গায়িকার ৪০ বছর বয়সের পরে রোগটি ধরা পড়ে।

এ জাতীয় আরো খবর
© All rights reserved priyoalo.com © 2025.
Site Customized By NewsTech.Com