1. citymelaltd@gmail.com : আবু হেনা : আবু হেনা
  2. foysalmahmudbd9@gmail.com : ফয়সাল মাহমুদ : ফয়সাল মাহমুদ
  3. imran.vusc@gmail.com : প্রিয়আলো ডেস্ক : প্রিয়আলো ডেস্ক
  4. kkomol296@gmail.com : kamrul Hossain : kamrul Hossain
  5. m.editor.priyoalo@gmail.com : Farhadul Islam : Farhadul Islam
  6. nurulimran26@gmail.com : নুরুল ইমরান : নুরুল ইমরান
  7. priyoalo@gmail.com : প্রিয়আলো ডেস্ক :
বিয়ের আগে জয়াকে যে শর্ত দিয়েছিলেন অমিতাভ - প্রিয় আলো

বিয়ের আগে জয়াকে যে শর্ত দিয়েছিলেন অমিতাভ

  • আপডেট সময় শনিবার, ৫ নভেম্বর, ২০২২
  • ২৪
jaya-risingbd-top-2211050229

বলিউডের মেগাস্টার অমিতাভ বচ্চন এবং অভিনেত্রী জয়া ভাদুরী। ১৯৭৩ সালের ৩ জুন বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা। তারপর এক ছাদের নিচে কেটে গেছে কয়েক দশক। আগামী বছর এ দম্পতির বিয়ের ৫০ বছর পূর্তি। দাম্পত্য জীবনের এ পর্যায়ে এসে বিয়ের কয়েকটি গোপন তথ্য ফাঁস করলেন জয়া বচ্চন।

অমিতাভ বচ্চনের নাতনি নব্য নাভেলি নন্দা একটি পডকাস্ট শুরু করেছেন। ‘হোয়াট দ্য হেল’ শিরোনামের শোটি সঞ্চালনা করছেন নব্য। তাতে অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন অমিতাভের স্ত্রী জয়া বচ্চন। এসময় বিয়ের নানা স্মৃতি নিয়ে কথা বলেন ‘শোলে’খ্যাত এই অভিনেত্রী।

বিয়ের আগে জয়াকে শর্ত দিয়েছিলেন অমিতাভ বচ্চন। তা উল্লেখ করে এই অভিনেত্রী বলেন—‘‘আমরা অক্টোবরে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিলাম। কারণ তখন আমার কাজ কিছুটা কম ছিল। সেই সময় উনি (বিগ বি) আমাকে বলেন, ‘আমি কখনো এমন স্ত্রী চাই না যে, ৯টা-৫টা চাকরি করবে। তুমি অবশ্যই কাজ করবে। কিন্তু নিয়মিত না।’ অমিতাভ আমাকে সিনেমা বেছে বেছে করতে এবং সঠিক মানুষের সঙ্গে কাজ করার পরামর্শ দেয়।’’

১৯৭৩ সালের অক্টোবরে পারিবারিকভাবে জয়া-অমিতাভের বিয়ের দিন ঠিক করা হয়েছিল। কিন্তু একই বছরের জুন মাসে তাদের বিয়ে হয়। এর কারণ ব্যাখ্যা করে জয়া বচ্চন বলেন, ‘‘আমাদের ‘জাঞ্জির’ সিনেমা হিট হওয়ার পর ছুটিতে যাওয়ার সিদ্ধান্ত নিই। কিন্তু উনার (বিগ বি) অভিভাবকরা তাতে আপত্তি করেন। তারা জানান, একসঙ্গে ঘুরতে যেতে হলে অবশ্যই আগে বিয়ে করতে হবে। এজন্য বিয়ের তারিখ জুনে এগিয়ে আনা হয়।’’

এ জাতীয় আরো খবর
© All rights reserved priyoalo.com © 2022.
Site Customized By NewsTech.Com
x