বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৭ সদস্যকে পদোন্নতি দিয়ে সহকারী পরিচালক (এডি) করেছে সরকার। এতে তারা ৯ম গ্রেডে উন্নীত হবেন। এর আগে তারা জুনিয়র কর্মকর্তা (জেসিও) এবং পদবিধারী বর্ডার গার্ড সদস্য (হাবিলদার/নায়েক /ল্যান্স নায়েক) হিসেবে দায়িত্ব পালন করেছেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ সীমান্ত-১ শাখা থেকে সোমবার (১৯ জুন) প্রকাশিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে। এতে উপসচিব শেখ ছালেহ্ আহাম্মদ স্বাক্ষর করেন।
পদোন্নতি পাওয়া ব্যক্তিরা হলেন- হাবিলদার সহকারী মোহাম্মদ হুমায়ুন করিম, হাবিলদার সহকারী মো. সোহাগ মিলন, পিবিজিএমএস, নায়েক সহকারী মফিজুল ইসলাম, নায়েক মো. আবুল লেইচ, নায়েক মো. জসিম উদ্দিন, নায়েক মো. জাকিরুল ইসলাম এবং নায়েক মো. আউয়াল হোসেন।
মন্ত্রণালয়ের আদেশে বলা হয়েছে, বর্ডার গার্ড বাংলাদেশ এর জুনিয়র কর্মকর্তা (জেসিও) এবং পদবীধারী বর্ডার গার্ড সদস্যদের (হাবিলদার/নায়েক/ল্যান্স নায়েক) মধ্য থেকে সাত জনকে জাতীয় বেতনস্কেল, ২০১৫ এর ৯ম গ্রেডে (টাকা ২২০০০-৫৩০৬০/-) সহকারী পরিচালক পদে পদোন্নতি প্রদান করা হলো।